ভাষা শহীদদের প্রতি আওয়ামী লীগের শ্রদ্ধা

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেছে আওয়ামী লীগ।রোববার দিবাগত রাত ১২টার পর কেন্দ্রীয় শহিদ মিনারে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল ভাষা শহীদদের উদ্দেশে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।আওয়ামী লীগের প্রতিনিধি দলে সভাপতিমন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, শাহজাহান খান ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, যুগ্ম সাধারণ সম্পাদক এবং ড. হাছান মাহমুদ, দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

Advertisement