ভ্যাকসিন পাসপোর্ট প্রদানের পরিকল্পনা সরকারের : ৭০ জন এমপির বিপক্ষে অবস্থান

খেলাধুলার স্টেডিয়াম, থিয়েটার, ব্যবসা প্রতিষ্ঠানসহ বড় বড় প্রতিষ্ঠান বা অনুষ্ঠানে সহজে প্রবেশের জন্যে ইংল্যান্ডে ভ্যাকসিন পাসপোর্ট প্রদানের পরিকল্পনা করছে সরকার। কিন্তু ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির ৪১জন এমপিসহ ব্রিটেনের অন্তত ৭০ জন এমপি ভ্যাক্সিন পাসপোর্টের বিরোধীতা করেছেন। যে কোনো পাবলিক ভেন্যু, কর্মস্থল বা ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশের আগে নিজে করোনা রোগি নয় এমন একটি সার্টিফিকেট প্রদর্শন করতে হবে সংশ্লিষ্টদের। কিন্তু এর বিরোধীতা করে এমপিরা বলছেন, এই পরিকল্পনা বা নীতিটি সমাজে বিভাজন এবং বৈষম্যের সৃষ্টি করবে। তবে কালচার সেক্রেটারী বলেছেন, স্কীমটি পরীক্ষামূলকভাবে চালু করার পরিকল্পনা করা হচ্ছে। কিন্তু এখনো চুড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সোমবার এ বিষয়ে সর্বশেষ তথ্য জানাবেন প্রধানমন্ত্রী বরিস জনসন।
এদিকে ইস্টারের ছুটিতে সবাইকে লকডাউন আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। প্রধানমন্ত্রী বলেছেন, ভ্যাকসিন গ্রহণ করা হলেও ছুটিতে একে-অন্যের ঘরে গিয়ে স্বাক্ষাত করা উচিত নয়। পুলিশের পক্ষ থেকেও ইস্টারের ছুটিতে করোনা লকডাউন মেনে চলার আহ্বান জানানো হয়েছে। করোনা লকডাউন আংশিক শিথিলের অংশ হিসেবে বর্তমানে দুটি পরিবারের সর্বোচ্চ ৬ জন বাইরে যে কোনো জায়গায় মিলিত হতে পারবেন।

Advertisement