মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে জমজমাট মেন্দিবাগ

সিলেট সিটি করপোরশেন নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন আজ মঙ্গলবার।সকাল থেকেই বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকদের পদচারনায় মুখরিত সিলেট মহানগরীর মেন্দিবাগস্ত আঞ্চলিক নির্বাচন অফিস রীতিমতো জমজমাট।মেয়র প্রার্থীদের মধ্যে কেবল আওয়ামী লীগ মনোনীত মেয়ার প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী এই মুহুর্তে সদলবলে সেখানে উপস্থিত আছেন।এখন পর্যন্ত মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র কারও আচরণবিধি লংঘনের মতো কোন খবর পাওয়া যায়নি।খবর নিয়ে জানা গেছে, দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সাধারণ ওয়ার্ডের কয়েকজন কাউন্সিলর পদপ্রার্থী রিটার্নিং অফিসারের হাতে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।এবারের নির্বাচনে মঙ্গলবার পর্যন্ত মোট ১১জন মেয়র পদে প্রার্থী হওয়ার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আর কাউন্সিলর পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৪৪৩জন। এদের মধ্যে সংরক্ষিত মহিলা ওয়ার্ডে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৯২ ও সাধারণ ওয়ার্ডে সংগ্রহ করেছেন ৩৫১জন।

Advertisement