নায়িকা পরীমণিকে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার মামলায় গ্রেফতার ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ- তুহিন সিদ্দিকী অমিসহ পাঁচ জনকে বিমানবন্দর থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় রিমান্ডে পাঠিয়েছেন আদালত। অপর আসামীরা হলেন- লিপি আক্তার, সুমি আক্তার ও নাজমা আমিন স্নিগ্ধা। এদের মধ্যে নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমির ৭ দিন করে এবং অন্য তিন জনের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১৫ জুন) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসির আদালত এ রিমান্ডের আদেশ দেন।এর আগে নাসির উদ্দিন মাহমুদসহ ৫ আসামীকে আদালতে হাজির করেন তদন্ত কর্মকর্তা। এসময় আদালতে তাদের প্রত্যেকের ১০ দিন করে রিমান্ড আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত দুই জনের সাতদিন করে এবং অন্য তিনজনের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সোমবার (১৪ জুন) নাসির উদ্দিন আহমেদ ও অমিসহ পাঁচ জনকে উত্তরা-১ নম্বর সেক্টরের-১২ নম্বর রোডের বাসা থেকে আটক করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। এর আগে সাভার থানায় নির্যাতন ও ধর্ষণচেষ্টার অভিযোগে নাসির উদ্দিন মাহমুদ ও অমিসহ অজ্ঞাত চার জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন নায়িকা পরীমণি। সোমবার দুপুরে পরীমণি নিজে বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মাদক মামলায় নাসির উদ্দিন মাহমুদসহ পাঁচজন রিমান্ডে
Advertisement