মার্চ-এপ্রিলে আসবে ২৪ কোটি ডোজ টিকা

পররাষ্ট্রমন্ত্রী ড.এ কে আব্দুল মোমেন বলেছেন,ঢাকা আগামী মার্চ-এপ্রিল নাগাদ বিভিন্ন উৎস থেকে বিভিন্ন ধরনের ২৪ কোটি ডোজ কোভিড ভ্যাকসিন পাওয়া যাবে বলে আশা করছে।বুধবার রাজধানীতে ইনক্লুসিভ বিজনেসের ওপর ডাচ-বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিবিসিসিআই) আয়োজিত পঞ্চম আন্তর্জাতিক সম্মেলনে যোগদান শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।মন্ত্রী বলেন, ‘এই ২৪ কোটি ডোজ ভ্যাকসিনের অধিকাংশই আসছে কোভ্যাক্স কাঠামোর আওতায়।’গত মাসে জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালকের সাথে তার বৈঠকের পর টিকা সংগ্রহের এ ব্যবস্থা করা হয়েছে।তিনি বলেন, ‘আমরা ২৬ কোটি ডোজ টিকা চেয়েছি। তবে, তারা ২৪ কোটি টিকার অনুমোদন দিয়েছে। আমরা ২৪ কোটি ডোজ টিকা পেয়ে খুশী।পরে তারা দুই কোটি ডোজ টিকা প্রদানের চেষ্টা করবে বলে তিনি উল্লেখ করেন। মোমেন বলেন, বাংলাদেশের ২৬ কোটি ডোজ ভ্যাকসিন প্রয়োজন। তাই কিছু ভ্যাকসিন দেশেই উৎপাদন করা হবে।মন্ত্রী বলেন, বাংলাদেশের ২ কোটি ২২ লাখ লোক ইতোমধ্যে ভ্যাকসিন গ্রহণ করেছেন। এক প্রশ্নের জবাব মোমেন বলেন, রাশিয়ার কোভিড-১৯ পরিস্থিতির কারণে দেশটির সাথে ভ্যাকসিনের ব্যাপারে সহযোগিতার ক্ষেত্রে নতুন কোনো অগ্রগতি হয়নি।

Advertisement