ব্রিট বাংলা ডেস্ক :: কোভিড-১৯ মহামারিতে বিপর্যস্ত বিশ্ব। এক বছরের বেশি সময়েও কমেনি দাপট। রোজ হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছেন। মারা যাচ্ছেন বহু মানুষ। এর মধ্যেও সুখবর হচ্ছে¬– বিশ্বের ৯ কোটিরও বেশি করোনা আক্রান্ত মানুষ মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছেন। তারা নতুন করে বাঁচার স্বপ্ন বুনছেন।
কোভিড-১৯ মহামারিতে পৃথিবীর নতুন নতুন অঞ্চল আক্রান্ত হচ্ছে। কোথাও কোথাও করোনার নতুন ধরণ দেখা দিয়েছে। আবার কোনো কোনো দেশে দ্বিতীয় ও তৃতীয় ঢেউ দেখা দিয়েছে।
করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সেরে ওঠাদের তথ্য সরবরাহ করা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারসের তথ্যমতে, সোমবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ১১ কোটি ৪৬ লাখ ৮৯ হাজার ৭৫৭ জন। অন্যদিকে মৃত্যু ২৫ লাখ ৪৩ হাজার ৩২০ জন। আর করোনা থেকে সেরে উঠেছেন ৯ কোটি ২ লাখ ৫১ হাজার ৮৯১ জন।
বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা দুই কোটি ৯২ লাখ ৫৫ হাজার ৩৪৪ জন। দেশটিতে করোনায় মারা গেছেন পাঁচ লাখ ২৫ হাজার ৭৭৬ জন।
ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা এক কোটি ১১ লাখ ১২ হাজার ৫৬ জন। দেশটিতে করোনায় মারা গেছেন এক লাখ ৫৭ হাজার ১৯৫ জন।
ব্রাজিল আছে তৃতীয় অবস্থানে। ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা এক কোটি পাঁচ লাখ ৫১ হাজার ২৫৯ জন। মৃত্যুতে দ্বিতীয় স্থানে থাকা লাতিন আমেরিকার দেশটিতে করোনায় মারা গেছেন দুই লাখ ৫৫ হাজার ১৮ জন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে করোনার উৎপত্তি। গত বছরের ১১ মার্চ করোনাকে বৈশ্বিক মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।