ব্রিট বাংলা ডেস্ক : নিজ দেশের নাগরিকদের জন্য আবারো নিরাপত্তা সতর্কতা জারি করেছে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস।
ইস্টার সানডে (৪ এপ্রিল) উপলক্ষে বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের ই-মেইলের মাধ্যমে এ ব্যাপারে অবগত করা হয়।
এতে বলা হয়- চার্চ এবং অন্যান্য উপাসনালয়গুলোর ভেতরে এবং আশেপাশে পুলিশের বাড়তি উপস্থিতি থাকতে পারে। দয়া করে আপনার চারপাশ সম্পর্কে সতর্ক থাকতে ভুলবেন না। আপনার ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা করুন। আপডেটের জন্য স্থানীয় মিডিয়ার উপর নজর রাখুন। জরুরি প্রয়োজনের ক্ষেত্রে আপনাকে যেনো মোবাইল ফোনে পাওয়া যায়।
ঢাকায় অবস্থানরত যুক্তরাষ্ট্রের একাধিক নাগরিক দূতাবাস থেকে এরকম ই-মেইল পাওয়ার কথা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, হেফাজতে ইসলামের ডাকা রোববারের হরতালকে কেন্দ্র করে গত শনিবারেই নিজ দেশের নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছিল ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস।
খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ইস্টার সানডে। এটি খ্রিস্টধর্মের প্রবর্তক যিশুখ্রিস্টের পুনরুত্থান দিবস। খ্রিস্টধর্ম মতে, দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ উপলক্ষে সাধারণত দেশের সব চার্চে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়ে থাকে।