ব্রিট বাংলা ডেস্ক :: যুক্তারষ্ট্রে গেল ২৪ ঘন্টায় ১ হাজার ৯শ ৯৭ জন মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এতে গোটা দেশে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪০ হাজার ৬৬১ জনে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় এ তথ্য নিশ্চিত করেছে।
যুক্তরাষ্ট্রে প্রতিদিনই হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা। এর আগের শনিবার ১ হাজার ৮শ ৯১ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছিল। তার আগে বুধবার ২ হাজার ৫শ মানুষের বেশি মৃত্যু রেকর্ড করা হয়েছিল যা একদিনে সর্বোচ্চ। তবে নিউ ইয়র্কে কমতে শুরু করেছে মৃতের সংখ্যা। রাজ্যের গর্ভনর অ্যান্ড্রো কোমা বলছেন, অঞ্চলটি এরই মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা পার করে এসেছে।
যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছে ৭ লাখ ৫৯ হাজার ৮৬ জন মানুষ।
Advertisement