লন্ডনে দিনে দুপুরে ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু : A man knifed to death in a broad daylight in south London

ব্রিটবাংলা রিপোর্ট : সাউথ লন্ডনের ব্রিক্সটনে দিনে দুপুরে ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পুলিশ একে হত্যাকাণ্ড বিবেচনায় নিয়ে তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে, শুক্রবার দুপুর ১২ টা ৫০ মিনিটের দিকে ব্রিক্সটনের আটলান্টিক রোডে ৩০ বছর বয়সী এক ব্যক্তিকে ছুরিকাহত অবস্থায় উদ্ধারের কিছুক্ষন পরে হাসপাতালে সে মৃত্যুবরণ করে। এই ঘটনার আগে অন্য দুই ব্যক্তির সঙ্গে এই জায়গায় তার ঝগড়ার হয়েছিল। এর মধ্যে একজন ছুরিকাঘাতের ঘটনার সঙ্গে জড়িত বলে সন্দেহ করছে পুলিশ।

একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, আটলান্টিক রোডে আর্গাসের সামনে এক ব্যক্তিকে পরে থাকতে দেখেছেন তিনি। অন্য একজন জানিয়েছেন, মাটিতে পরে থাকা ব্যক্তিকে উদ্ধার করতে আসা এক পুলিশের হাতে রক্ত দেখেছেন তিনি। এ ঘটনার ব্যাপারে কারো কোন তথ্য জানা থাকলে পুলিশকে জানাতে আহ্বান জানানো হয়েছে।

 

A man knifed to death in a broad daylight in south London

A man has been stabbed to death outside Argos in a broad daylight attack in south London.

The victim, who is in his 30s, was found with knife wounds after reports of a fight between two men on Atlantic Road in Brixton at just after 12.50pm on Friday.

He was rushed to hospital but died a short while later, police said. Officers have now launched a murder probe into his death and said they believe just one suspect was involved.

Witnesses reported seeing a man with a knife wound “collapsed in a shop” while another said they saw a police officer whose hands were “full of blood”.

An air ambulance was also scrambled to the scene.

Anyone with information concerning this incident is asked to call police on 101 or via Crimestoppers anonymously on 0800 555 111. You can also tweet information to @MetCC.

Advertisement