ব্রিটবাংলা রিপোর্ট : ঢাকা উত্তরের মেয়র আনিসুল হকের শারীরিক অবস্থা আশংকাজনক। ১৩ আগষ্ট হঠাত করে ব্রেন ষ্ট্রোক হলে তাকে সেন্ট্রাল লন্ডনের হাসপাতালে ভর্তি করা হয়। গত ২দিন ধরে আইসিউতে আছেন তিনি। গত দুইমাস যাবত মেয়র আনিসুল হকের শারিরীক অবস্থা তেমন ভালো ছিলো না। গত ৩০ জুলাই তিনি লন্ডনে চিকিতসার জন্য আসেন। এর ভিতর নিয়মিত ডাক্তার দেখালেও ১৩ আগষ্ট হঠাতই শরীর খারাপ করে। যেনো অতিরিক্ত ভিজিটর গিয়ে ডিষ্টার্ব না করে তাই পরিবারের পক্ষ থেকে হাসপাতালের নাম বলা হচ্ছেনা । তবে মেয়র আনিসুল হকের পরিবার দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
Advertisement