লন্ডনে সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ের ৯২ ব্যাচের রি-ইউনিয়ন ও জাহেদ ইকবাল সংবর্ধিত

ব্রিটবাংলা ডেস্কঃসিলেট শহরের প্রাচীনতমবিদ্যাপীঠ সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ের ৯২ ব্যাচের যুক্তরাজ্যে বসবাসরত প্রাক্তন শিক্ষার্থীদের রি-ইউনিয়ন ও সাংস্কৃতিক অনুষ্ঠান পূর্ব লন্ডনের একটি হলে অনুষ্ঠিত হয়।

সোমবার ( ১০ সেপ্টেম্বর ২০১৮) পূর্বলন্ডনের স্থানীয় একটি হলে স্কুলের প্রাক্তন ছাত্র কামাল আহমদ সিদ্দিকীর সভাপতিত্বে ও বিশিষ্ট ব্যবসায়ী মুহাম্মদ সালেহ আহমদ ও আমিনুর রহমান চৌধুরী শিপলুর যৌথ পরিচালনায় সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ের ৯২ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত হয়ে স্মৃতিচারণ করেন ।

এ সভায় বাংলাদেশ থেকে এসে অংশ গ্রহণ করেন বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবী ও সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র জাহেদ ইকবাল।
উক্ত সভায় ফুল দিয়ে তাকে প্রীতি সংবর্ধনা জানান উপস্থিত বিদ্যালয়ের ৯২ ব্যাচের যুক্তরাজ্যে বসবাসরত প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ।

সভায় বক্তব্য রাখেন – তোফায়েল আহমদ, মো. শাহজাহান, আব্দুল মুনিম নাজিম, আনোয়ারুল কবীর নয়ন, মারুফ আহমদ ও এহসানুল কবীর সাজু।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সাপ্তাহিক জনমতের নির্বাহী সম্পাদক সাঈম চৌধুরী, সাংবাদিক ইমরান আহমদ, সৈয়দপুর আদর্শ কলেজের সাবেক অধ্যক্ষ মুহাম্মদ শাহেদ রাহমান, জগন্নাথপুর টাইমস এর কমিনিউনিটি নিউজ এডিটর আশরাফুল হুদা বাবুল, সোহেল আহমদ, অধ্যাপক সাজিদুর রহমান, ইউকে বিডি টাইমসের চীফ এডিটর এম এ কাইয়ুম, কমিউনিটি চ্যারিটি এক্টিভিস্ট আব্দুস সোবহান, আবুল হাসনাত খান, তোফায়েল বাছিত তপূ, লায়েক চৌধুরী , আব্দুল হান্নান, তপূ শেখ প্রমুখ।

সভায় গান পরিবেশন করেন যুক্তরাজ্যের বিশিষ্ট তরুন সঙ্গীত শিল্পী শামসুল ইসলাম রুবেল ও শেফালী।

Advertisement