শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ পুনরায় ইউনেস্কোর ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত

আলী আহমেদ বেবু্ল:শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি প্যারিসে ইউনেস্কোর সদর দপ্তরে ৩৯ তম সাধারণ অধিবেশন (২০১৭-২০১৯ সাল) এর জন্য পুনরায় ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।

E9 ফোরামের সভাপতি হওয়াসহ এ নিয়ে তিনি বেশকিছু আন্তর্জাতিক সংস্থা/প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হলেন। উল্লেখ্য, চলমান ৩৮তম সেশনেও (২০১৫-২০১৭ সাল) তিনি এ সংস্থাটির ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।

শিক্ষামন্ত্রী প্যারিসে বর্তমানে চলমান অধিবেশনে ৩০ অক্টোবর -১৪ নভেম্বর পর্যন্ত বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মোঃ সোহরাব হোসাইন এ প্রতিনিধি দলের সদস্য হিসেবে অধিবেশনে যোগদান করেছেন। এ অধিবেশনে ১৯৫ টি সদস্য দেশের মন্ত্রী ও উচ্চ পদস্থ কর্মকর্তা, ১০ টি সহযোগী সদস্য, জাতিসংঘের বিভিন্ন এজেন্সি ও বিশ্বের নামকরা এনজিওসমূহের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।


আগামী ৪ নভেম্বর মাননীয় শিক্ষা মন্ত্রী মহোদয় চলমান অধিবেশনে বাংলাদেশের পক্ষে তাঁর বক্তব্য উপস্থাপন করবেন।

Advertisement