ব্রিট বাংলা ডেস্ক :: সাংসার ভেঙে গেছে বলিউড তারকা অর্জুন রামপাল এবং ‘ফেমিনা মিস ইন্ডিয়া’ ও সুপার মডেল মেহের জেসিয়ার। তারা নিজেরা সমঝোতার মাধ্যমে বিচ্ছেদ নিয়েছেন।
১৯৯৮ সালে বিয়ে করেন তারা। তাদের ঘরে রয়েছে দুটি কন্যাসন্তান।
গত বছর ২৮ মে বোম্বে টাইমসকে দেয়া এক যৌথ বিবৃতিতে অর্জুন রামপাল ও মেহের জেসিয়া জানান, আমাদের দীর্ঘ ২০ বছরের যাত্রা এখানেই শেষ হচ্ছে। আমরা বুঝতে পেরেছি, আমাদের দুজনের পথ এখন থেকে আলাদা।
বৃহস্পতিবার টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা গেছে, তাদের বিবাহিত জীবনের ইতি ঘটেছে। মুম্বাইয়ের বান্দ্রার এক পারিবারিক আদালতে গত মঙ্গলবার আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হলো অর্জুন রামপাল আর মেহের জেসিয়ার ২০ বছরের বিবাহিত জীবন।
গত ৩০ এপ্রিল পারস্পরিক সমঝোতার ভিত্তিতে ডিভোর্স কার্যকরের অনুমতি চেয়ে তারা আবেদন করেন। তার পরিপ্রেক্ষিতে এই আদালতের প্রিন্সপাল জজ শৈলজা সাওয়ান্ত তাদের বিবাহবিচ্ছেদের আদেশ দেন।
জানা গেছে, আদালতের আদেশ অনুযায়ী তাদের দুই মেয়ে মাহিকা আর মায়রা মায়ের সঙ্গেই থাকবে।
অর্জুন রামপাল ও মেহের জেসিয়া ভিন্ন ধর্মের হওয়ায় বিশেষ বিবাহ আইন অনুযায়ী, প্রথম এক বছর তারা আলাদা থেকেছেন। এর পর বিবাহবিচ্ছেদের জন্য তারা আবেদন করেন।
বিবাহবিচ্ছেদের খবর প্রকাশ্যে আসার পর টাইমস অব ইন্ডিয়াকে প্রতিক্রিয়া জানাতে গিয়ে অর্জুন রামপাল বলেন, এ বিষয় নিয়ে কিছু বলতে চাই না। এ ছাড়া জেসিয়াও কোনো মন্তব্য করা থেকে বিরত থাকেন।