ব্রিটবাংলা রিপোর্ট : পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটসে সোয়ানলি স্কুলের প্রথম হেড টিচার লিন্ডা অস্টিন অবিই’র নামে স্কুলের লাইব্রেরির নাম করণ উপলক্ষে বুধবার স্কুলের লাইব্রেরীতে এক বিশষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১৯৯২ সালে প্রথম হেড টিচার হিসাবে যোগ দিয়ে লিন্ডা অস্টিন ২০১০ সাল পর্যন্ত এই স্কুলে দায়িত্ব পালন করেন। তার দীর্ঘ শিক্ষা জীবনকে স্কুলের শিক্ষার্থীদের কাছে স্বরণীয় করে রাখতেই এই উদ্যোগ নেয় স্কুল কর্তৃপক্ষ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লিন্ডা অস্টিন নিজেই তার নামে নামকরণকৃত লাইব্রেরির ফলক উন্মোচন করেন।
লাইব্রেরীর নাম করণ অনুষ্ঠান উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র জন বিগস, স্কুলের বর্তমান হেড টিচার ব্রেন্ডা লেন্ডার্স সহ স্কুল গভণর প্রতিনিধিরা। অনুষ্ঠানে স্কুলের তিনজন শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ে উচ্চতর পড়াশোনার জন্য ৭ হাজার ৫ শত পাউন্ড ব্রাসারি ঘোষণা করা হয়।