সিরাজগঞ্জে সদর উপজেলায় পৃথক দুর্ঘটনায় শিশু-নারীসহ ৩ জন নিহত হয়েছে। এর মধ্যে উপজেলার বাঐতারা এলাকায় সড়ক দুর্ঘটনায় এক নারী, খিদির গ্রামে ডাবগাছ থেকে পড়ে শিশু এবং কামারখন্দের জামতৈল রেলষ্টেশনে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত হয়েছে।এর মধ্যে ট্রেনে কাটা পড়ে নিহত আব্দুল হাকিম (৫৫) কামারখন্দের বড়ধুল গ্রামের মৃত আকছেদ আলীর ছেলে। বাকিদের পরিচয় এখনও পাওয়া যায়নি।কামারখন্দ উপজেলার জামতৈল স্টেশন মাস্টার আবু হান্নান বলেন, সোমবার সকালে ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি জামতৈল স্টেশন অতিক্রমকালে ওই বৃদ্ধ ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে জিআরপি থানা পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে।অপর ঘটনায় সোমবার দুপুরে সিরাজগঞ্জ-মুলিবাড়ি সড়কের বাঐতারা সফের মোড়ে দ্রুতগামী একটি গাড়ি চাপায় এলাকার এক নারী চাপা পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে তিনি মারা যান।এঘটনায় সিরাজগঞ্জ সদরের সয়দাবাদ ইউনিয়ন পরিষদের মেম্বর আব্দুল মমিন জানিয়েছেন, একই দিন দুপুরে খিদির গ্রামে ডাব গাছ থেকে পড়ে এক শিশু মারা গেছেন।
সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
Advertisement