সিলেটে করোনা উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু

সিলেট অফিস : সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক ব্যক্তি আজ শনিবার সকাল ৭টায় হাসপাতালের করোনা ইউনিটে মারা যান। তার বাড়ি কানাইঘাট পৌরসভার বায়ুমপুর গ্রামে।

শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সুশান্ত কুমার মহাপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মারা যাওয়া ব্যক্তির শরীরে করোনাভাইরাসের উপসর্গ ছিল। কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তার নমুনাও সংগ্রহ করেছিল। সেই পরীক্ষার ফলাফল জানা যাবে কাল রবিবার। একটি এ্যাম্বুলেন্সে করে লাশ পাঠিয়ে দেয়া হচ্ছে কানাইঘাটে। উপজেলা প্রশাসন আইইডিসিআরের নিয়মানুযায়ী দাফনের ব্যবস্থা করবে।

Advertisement