সেন্টার ফর পলিসি ডায়লগের র‍াউন্ড টেবিল বৈঠক – ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিনারের বক্তব্য অসত্য প্রত্যাহার দাবী

রেজাউল করিম মৃদা: সম্প্রতী লন্ডনে বিবিসিসি র মতবিনিময় সভায় ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার আলিসন ব্ল্যাক তার বক্তব্যে ব্রিটিশ ভিসার আবেদনে জাল কাগজ পত্রে শীর্ষে সিলেট বলে মন্তব্য করেন৷ তার এই বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে লন্ডনের পেশাজীবিদের সংগঠন সেন্টার ফর ব্রিটিশ বাংলাদেশ পলিসি ডায়লগের এক রাউন্ড টেবিল বৈঠক শুক্রবার পূর্ব লন্ডনের একটি হলে অনুষ্টিত হয়৷

সলিসিটর সহুল আহমদ মকুর সভাপতিত্বে ও বারিষ্টার আবুল কালাম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে আলোচকরা বলেন,ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনারের বক্তব্য আমাদের আহত করেছে।

ব্রিটেনের বহুজাতিক সমাজে একটি অঞ্চল শুধু প্রতিনিধিত্ব করছে না একটি দেশের প্রতিনিধি হিসাবে নিজেদের শ্রম ও মেধা কাজে লাগিয়ে অবদান রাখছেন৷

বক্তারা বলেন যে মুহুর্ত্বে ইন্ডিয়া থেকে ব্রিটিশ ভিসা কার্যক্রম ফিরিয়ে আনার দাবী উচ্ছ্বারিত হচ্ছে সেখানে তার এধরনের বক্তব্য ব্ৰিটেন ওবাংলাদেশের বন্ধুত্ব পূর্ন সর্ম্পক কে প্রশ্নবিদ্ধ করে এবং একটি অঞ্চলের প্রতি অশুভন আচরনের বহিপ্রকাশ৷

অবিলম্বে এই বক্তব্য প্রত্যাহার করা জরুরী। বক্তারা তাৎক্ষনিক ভাবে এই বক্তব্যের নিন্দা বা প্রতিবাদ না করার সমালোচনা করেন৷ এবং এব্যাপারে বাংলাদেশ হাইকমিশনের দৃষ্টি আকৰ্ষন করেন।

এবং এব্যাপারে বক্তব্যে জানতে চেয়ে ব্রিটিশ ফরেন অফিস ও কমনওয়েল্ম অফিসে লিখিত অভিযোগ দাখিলের সিদ্ধান্ত গ্ৰহন করা হয়৷

আলোচনায় অংশ নেন ব্যারিস্টার আতাউর রহমান ব্যারিষ্টার তারেক চৌধু‍রী ব্যারিষ্টার,এম এ সালাম,ব্যারিষ্টার চৌধুরী হাফিজুর রহমান,ব্যারিষ্টার কামরুল হাসান,

ডঃ মুজিবুর রহমান,শিক্ষাবিদ সিরাজুল ইসলাম,মীর্জা আসহাব বেগ,ব্রিটবাংলার নির্বাহী সম্পাদক সাংবাদিক আহাদ চৌধুরী বাবু,সাংবাদিক বাবুল হোসেন,শাহ আলম প্রমুখ৷ রাউন্ড টেবিল বৈঠক সরাসরি সম্প্রচার করে এলবি 24 টিভি ৷

Advertisement