ব্রিট বাংলা ডেস্ক :: ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক ইস্যুতে ৮২.২ শতাংশ সৌদি নাগরিক সহিষ্ণু। অর্থাৎ, এসব ইস্যুতে কারো সঙ্গে দ্বিমত দেখা দিলে দেশটির মানুষ উগ্র আচরণ করেনা কিংবা সহনশীলতা দেখায়। এমনটাই দাবি করা হয়েছে দেশটির কিং আব্দুল আজিজ সেন্টারের সাম্প্রতিক এক গবেষণায়। আন্তর্জাতিক সহনশীলতা দিবস উপলক্ষে ওই গবেষণাটি চালানো হয়। প্রতি বছরের ১৬ নভেম্বর বিশ্বজুড়ে এ দিবস পালন হয়ে আসছে।
কিং আব্দুল আজিজ সেন্টার সৌদি আরবের আর্থ-সামাজিক বিভিন্ন ইস্যুতেই গবেষণা ও জরিপ চালিয়ে আসছে। তাদের সর্বশেষ গবেষণা প্রমাণ করে সৌদি আরবের বেশিরভাগ মানুষই অন্যের সঙ্গে আলোচনার ক্ষেত্রে সহিষ্ণু আচরণ করে থাকে। এই জরিপ চালাতে গিয়ে বৈজ্ঞানিক গবেষণা, মাঠ পর্যায়ে গবেষনা ও সহিষ্ণুতার নানা ধাপ নিয়ে গবেষণা চালান সংশ্লিষ্টরা। এতে আরো উঠে আসে যে, সৌদি নাগরিকরা নিজেদের মধ্যে সহিষ্ণু আচরণ করেন এবং তাদের একইসঙ্গে বাস করার ক্ষমতা ও ভ্রাতৃত্ববোধ অসাধারণ।।
Advertisement