ব্রিটবাংলা ডেস্ক : প্রায় ১৬ বছর ধরে স্ত্রীকে ঘরে বন্দি করে রেখে নির্যাতনের অভিযোগে বার্মিংহ্যামের এক স্বামীকে ৩ বছর ৯ মাসের জেলদন্ড দিয়েছে বার্মিংহ্যাম ক্রাউন কোর্ট। দন্ডপ্রাপ্ত স্বামীর নাম আজিজ রেহমান। তার বয়স ৪৭ বছর। তিনি বার্মিহ্যামের হজ হীল এলাকার কলিংবার্ন এভিনিউর বাসিন্দা। সল্টলির আরডেন রোডে আরডেন সুপারস্টোর এবং অফ লাইসেন্স নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানও পরিচালনা করেন তিনি।
আদালত জানিয়েছে, ২০০০ সালের ডিসেম্বরে বিয়ের পরদিন থেকে স্ত্রী জিনিত বিবিকে ঘরে বন্দি করে রাখতে শুরু করেন স্বামী আজিজ রেহমান। এখানেই শেষ নয়। তিনি স্ত্রীকে নিয়মিত শাররীরিক নির্যাতন এবং মৌখিক গালিগালাজ করতেন। শুধুমাত্র স্কুল টাইমে বাচ্চাদের স্কুলে দেবার এবং আনবার সময় স্ত্রী জিনিত বের হওয়ার সুযোগ পেতেন। এর বাইরে স্ত্রীকে এক রুমে আটকে রেখে বাইরে দরোজায় খিলি আটকে রাখতেন স্বামী আজিজ।
১৬ বছর গৃহে বন্দি থেকে স্বামীর নির্যাতনে সহ্য করেছেন জিনিত বিবি।
২০১৬ সালের জুলাইয়ে স্ত্রী-সন্তানদের না জানিয়ে আজিজ সংক্ষিপ্ত সফরে গ্রীস গিয়েছিলেন। এই সুযোগে এক বান্ধবীর সহযোগিতায় বের হয়ে পুলিশে খবর দেন ৩৬ বছর বয়সী জিনিত বিবি। এরপর আজিজ ইউকেতে ফেরার পর মিডল্যান্ডস পুলিশ তাকে গ্রেফতার করে। আর গত মে মাসে জুরিবোর্ড তাকে দোষি সাব্যস্ত করে।
জিনিত বিবি আদালতকে জানিয়েছেন, স্বামী আজিজ তাকে ঘর থেকে বের হবার সুযোগ দিতেন না। ডাক্তার বা কোনো জায়গায় যেতে হলে স্বামী সব সময় সাথে থাকতেন। এমনকি জিনিতের পরিবারের কারো সঙ্গেও স্ত্রীকে দেখা করার বা কথা বলার সুযোগ দিতেন না স্বামী আজিজ।
মঙ্গলবার বার্মিংহ্যাম ক্রাউন কোর্টে সাজা ঘোষণার সময় বিচারক স্বামী আজিজকে উদ্দেশ্য করে বলেছেন, স্বামী আজিজ তার স্ত্রীকে নিজস্ব প্রোপার্টির মতো নিয়ন্ত্রণ করেছে। স্ত্রী বা পার্টনার স্বামীর কাছ থেকে শ্রদ্ধা, সম্মান ও ভালোবাসা কামনা করে। অথচ স্বামী আজিজ তার ঘরকে প্রিজন বানিয়ে স্ত্রীকে আটকে রেখে অশ্রদ্ধা আর নির্যাতন করেছেন। যদিও আদালতে নিজের ঘরকে প্রিজন বানিয়ে রাখেননি বলে অস্বীকার করেছেন স্বামী আজিজ রেহমান।
A husband who regularly beat his wife and kept her locked indoors during their 16-year marriage has been jailed.
Aziz Rehman, 47, would only allow partner Zeenit Bibi to leave their home in Collingbourne Avenue, Hodge Hill, Birmingham when on the school run.
He would wedge twigs in the front door whenever he went out so he could tell if she had left the house.
Rehman was sentenced at Birmingham Crown Court on Tuesday to three years and nine months in prison.
A jury found the businessman guilty in May of assault and coercive control.
Mrs Bibi, 36, who married Rehman in December 2000, told the BBC she wanted other victims to speak out.
“I didn’t think anybody was going to believe me, which was one of the reasons that I left it so long, because in the outside world he made it look like we were the perfect family,” she said.
“Nobody deserves this kind of life – talk about it, let somebody know.