সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহে স্কুলছাত্রী, টাঙ্গাইলে নারী নিহত

ব্রিট বাংলা ডেস্ক :: পৃথক সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহ ও টাঙ্গাইলে ২ জন নিহত হয়েছেন। নিহত দু’জনই নারী। এদের মধ্যে একজন স্কুলছাত্রী অপরজন তরুণী। উভয় দুর্ঘটনা ঘটেছে আজ সকালের দিকে।

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ থেকে জানান, গৌরীপুরে সড়ক দুর্ঘটনায় তিথি পাল (১১) নামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী নিহত হয়েছে। আজ সোমবার সকাল ৬টার দিকে গৌরীপুর বাজারের পাট মহাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে তিথি পাল তার বান্ধবীর সঙ্গে কোচিংয়ে যাচ্ছিলো। পথিমধ্যে বালু বোঝাই একটি ট্রাক তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিথির মৃত্যু হয়।

এলাকাবাসী ট্রাকসহ চালককে আটক করেছে।

তিথি গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল। তার বাবার নাম রঞ্জন কুমার পাল। গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি জানান, টাঙ্গাইলের ভূঞাপুরে ট্রাকচাপায় রাবেয়া (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। আজ বেলা ১১টার দিকে ভূঞাপুর-তারাকান্দী সড়কের তাড়াই নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাবেয়া ডিগ্রির চর গ্রামের ফরহাদ মিয়ার স্ত্রী।

স্থানীয়রা জানান, বেলা ১১টার রাবেয়া বেগম ব্যাটারিচালিত অটোরিকশাযোগে ভূঞাপুর যাচ্ছিলেন। অটোরিকশাটি তাড়াই নামক স্থানে পৌঁছলে ঝাঁকুনি খেয়ে সড়কের ওপর পড়ে যান তিনি। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রাবেয়া মারা যান। পুলিশ ট্রাকটি আটক করতে সক্ষম হলেও চালক পালিয়ে গেছে।

এ ব্যাপারে ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মো. রাশিদুল ইসলাম বলেন, রাবেয়ার মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। যথাযথ আইনী প্রক্রিয়া অনুসরণ করে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।

Advertisement