ব্রিটবাংলা ডেস্ক:শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের ভাইস চেয়ারম্যান, কুশিয়ারা ফাইনান্সিয়াল সার্ভিসেস লিমিটেড এবং কুশিয়ারা ট্রাভেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক,বিশিষ্ট ব্যবসায়ী মো: হারুন মিয়ার মাতা আজ সোমবার বাংলাদেশ সময় রাত ১১.৩০ মিনিটের সময় তাদের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন।
(ইন্নালিল্লাহি ও ইন্নালিল্লাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।
কমিউনিটি নেতা হারুন মিয়ার মাতা এবং মরহুম হাজী মবশ্বির আলীর সহধর্মিণীর মৃত্যুর সংবাদ লন্ডনে আসার পর কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে।
মরহুমার মৃত্যুতে বিভিন্ন সংগঠন ও কমিউনিটি নেতৃবৃন্দরা শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
হারুন মিয়ার বাংলাদেশের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বুধবারী বাজার ইউনিয়নের লামা চন্দরপুর গ্রামে।
শাহজালাল ইসলামী ব্যাংক সিকিউরিটি লিমিটেড, কুশিয়ারা ক্যাশ এন্ড ক্যারী, বাংলা ফ্রোজেন লিমিটেড, হোটেল হলিডে প্লানেট, হোটেল প্রীতম ইন-এর পরিচালক হারুন মিয়ার মাতার মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন গোলাপগঞ্জ ট্রাস্ট ইউকের সদস্য সচিব আনোয়ার শাহজাহান আহবায়ক কমিটির সদস্য বদরুল আলম বাবুল সহ ট্রাস্টের নেতৃবৃন্দ।