হোয়াইট চ্যাপেল এ উদ্ধোধন হলো মাছ বাজারের নতুন শাখা

ব্রিট বাংলা রিপোর্ট:পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপেল এ উদ্ধোধন হলো মাছ বাজারের নতুন শাখা ৷

শুক্রবার বাদ জুম্মা ব্যস্ততম এলাকায় তাদের নিজস্ব

মালিকানায় এটির যাত্রা শুরু হলো ৷

চ্যাপম্যান স্ট্রিট বাৰ্মিং হামের পর ব্যাপক চাহিদার কারনে এটির যাত্রা শুরু এবং কাষ্টমার দের ভালো ও উন্নত মানের সেবা প্রদান করার অঙ্গিকার ব্যক্ত করেন প্রতিষ্ঠানের কর্ণদার রুহুল ইসলাম আকলু মিয়া ও জহিরুল ইসলাম ৷ উদ্ধোধন উপলক্ষ্যে ৫দিন ব্যাপী আকষর্ণীয় অফার ঘোষনা করা হয়েছে ৷

Advertisement