১৪ নভেম্বর বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগের সম্মেলন

স্টাফ রিপোর্টার :: আগামী ১৪ নভেম্বর বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন। সম্মেলনকে সফল ও স্বার্থক করে তুলতে সম্মেলন প্রস্তুতি কমিটি সকল ধরনের কার্যক্রম সম্পন্ন করেছে। আর তাদের এই কার্যক্রম সম্পর্কে ধারণা দিতে শনিবার সন্ধ্যায় বিয়ানীবাজারে কর্মরত সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় মিলিত হয়েছেন সম্মেলন প্রস্তুুতি কমিটির নেতারা।
বিয়ানীবাজার পৌরসভার মেয়রের কক্ষে মত বিনিময় সভায় সম্মেলন প্রস্তুুতি কমিটির সভাপতি কুড়ার বাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল আহাদ কলা বলেন, বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগের সম্মেলনকে সুষ্ঠ ও সুন্দর ভাবে সম্পন্ন করতে তারা কাজ চালিয়ে যাচ্ছেন। সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করে আব্দুল আহাদ কলা বলেন, দীর্ঘ দিন পর এই উপজেলায় আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হওয়ায় সকলের নজর এখন বিয়ানীবাজারের দিকে। তাই বিয়ানীবাজারের অতিত ঐতিহ্য বজায় রেখে তারা নিরপেক্ষ ভাবে দায়িত্ব পালনে দৃঢ় প্রতিজ্ঞ।


সম্মেলন প্রস্তুুতি কমিটির যুগ্ম আহবায়ক আলহাজ¦ মোস্তাক আহমদ বলেন, সম্মেলনের আগের দিন থেকে বিয়ানীবাজারকে অপরুপ সাজে সজ্জিত করা হবে। বিয়ানীবাজারবাসীসহ দুর দুরান্ত থেকে আগন্তুুকদের দৃষ্টি কাঁড়তে শহরে লাইটিং করা হবে। তিনি বলেন, সকালে উত্তর বাজারের মুক্তিযোদ্ধা সংসদের সামনে কর্মী সভা অনুষ্ঠিত হবে আর দুপুরে উৎসব কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হবে কাউন্সিল। এখানে ৪০৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তারা নেতা নির্বাচন করার সুযোগ পাবেন।


বিয়ানীবাজার পৌরসভার মেয়র আব্দুস শুকুর বলেন, বিয়ানীবাজারের পৌরসভার সকল সাংবাদিকগণ সব সময় নেতিবাচক সংবাদ পরিহার করে ইতিবাচক সংবাদ পরিবেশন করে আসছেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আওয়ামীলীগের সম্মেলন যাতে সুষ্ঠ ও সুন্দর ভাবে সম্পন্ন হয় সে দিকে নজর দিয়ে অতিতের ভুল ত্রæটি ক্ষমা সুন্দর দৃষ্ঠিতে দেখে সংবাদ পরিবেশ করার জন্য সংবাদকর্মীদের আহবান জানান।
সম্মেলন প্রস্তুুতি কমিটির অপর সদস্য সালেহ আহমদ বাবুল বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরণের বিভ্রান্তিমুলক প্রচারণা চালানো হচ্ছে। এসব ষড়যন্ত্র উল্লেখ করে তিনি বলেন, ষড়যন্ত্রকারীদের ব্যাপারে সাংবাদিকসহ সকলকে সজাগ থাকতে হবে।
মত বিনিময় সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Advertisement