ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধবিরতি শুরুর পর থেকে ফিলিস্তিনে গণগ্রেফতার চালাচ্ছে দখলদার ইসরাইল।দুই সপ্তাহে কমপক্ষে এক হাজার ৭০০ ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে ইসরাইলের পুলিশ। এদের অনেকেরই ইসরাইলের নাগরিকত্বও রয়েছে। খবর মিডলইস্ট আইয়ের।সোমবারও ফিলিস্তিনের উত্তরাঞ্চলীয় দুই শহর আরারা ও আরা থেকে অজ্ঞাত সংখ্যক যুবককে বিনাকারণে ধরে নিয়ে গেছে ইসরাইলি পুলিশ।এদিন ইসরাইলের সীমান্তবর্তী ফিলিস্তিনের কাফের কান্না শহর থেকেও ছয় যুবককে গ্রেফতার করে ইসরাইলি পুলিশ।হঠাৎ করে ইসরাইল কেন এই গণগ্রেফতারের মিশনে নেমেছেন, তা নিয়ে উদ্বিগ্ন ফিলিস্তিনিরা। ধারণা করা হচ্ছে, অবৈধ ইহুদি বসতির নিরাপত্তার জন্য এ গোপন মিশনে নেমেছে ইসরাইল।ফিলিস্তিনের স্থানীয় গণমাধ্যম রোববার ইসরাইলের গণগ্রেফতারের ভিডিও ফুটেজ ও ছবি প্রকাশ করে।গত ২৪ মে থেকে ইসরাইলি বাহিনী ফিলিস্তিনে এ ধরপাকড় শুরু করে। প্রতিদিন কমপক্ষে শতাধিক ফিলিস্তিনিকে তারা গ্রেফতার করে নিয়ে যায়। এদের মধ্যে ৩০০ জনের বিরুদ্ধে ইসরাইলি বাহিনীর ওপর হামলার অভিযোগ আনা হয়েছে।
১৭০০ ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে ইসরাইল
Advertisement