অক্সফোর্ড কলেজ অব এডুকেশন

বাকিংহামশায়ারে হাই উইকোমবে বাঙালী মালিকানাধীন অক্সফোর্ড কলেজ অব এডুকেশনের ১ম বর্ষপুর্তি পালন ও খ্রীষ্টমাস পার্টি আয়োজন করেছে।

এতে কলেজের শিক্ষার্থী, কাউন্সিলার ও কমিউনিটির বিশষ্টজনরা উপস্থিত ছিলেন।

সংক্ষিপ্ত এক আলোচনায় কলেজের পরিচালক জসিম উদ্দিন আগত অতিথিদের কলেজের নানা দিক তুলে ধরেন।

এ সময় বক্তব্য রাখেন, নিউ লন্ডন এডুকেশন ট্রাষ্টের সিইও ফিল ডেভিস, কলেজের একাডেকিম এডভাইজার প্রফেসর হাফিজ খান, গেরে গিলট, কাউন্সিলার শেড আধ, কাউন্সিলার খলিল আহমেদ, কমিউনিটি লিডার চৌধুরী ইসরার রশিদ, চেয়ার অব উইকোমব সিএলপি নীলু মনটিথ প্রমুখ।

অতিথিরা আশা করেন লোকাল শিক্ষার্থীদের শিক্ষা প্রসারে কলেজটি গুরুত্বপূর্ন ভূমিকা পালন করবে। কলেজটি সুপ্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্যে সব ধরনের সহযোগীতারও আশ্বাস দেন অতিথিরা। এছাড়া অনুষ্ঠানে নানা বিষয়ে অবদানের জন্য সম্মাননা সার্টিফিকেট তুলে দেন।

জাহানারা তুস ইসলাম এমপ্লোয়ী অব দি ইয়ার, মারসিয়া মারকোন স্টুডেন্ট রিপ্রেজেনটেটিভ এবং সিটকি মোরাট সুডেন্ট অব দি ইয়ার সম্মাননা অর্জন করেন।

উল্লেখ্য কলেজটিতে বর্তমানে লোকাল ও আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তি চলছে।

Advertisement