অপহরনের অভিযোগে টাওয়ার হ্যামলেটসের এক ব্যক্তির জেলদন্ড : Bethnal Green man jailed for kidnap

ব্রিটবাংলা রিপোর্ট :  অপহরণ, অস্ত্র রাখা এবং ড্রাইভিংয়ে নিষেধাজ্ঞা থাকার পরেও বিণা ইন্স্যুরেন্সে গাড়ি চালানোর অভিযোগে বাঙালী অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসের বেথনালগ্রীনের এক ব্যক্তিকে জেলদন্ড দিয়েছে আদালত। দন্ডপ্রাপ্ত ব্যক্তির নাম শাফাক আব্বাস। বয়স ২৪ বছর।তিনি বেথনালগ্রীনের উইকফোর্ডের বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, চলতি বছরের ১৮ এপ্রিল দিনের বেলা আব্বাসকে ড্রাইভিংয়ে নিষেধাজ্ঞা থাকার পরেও বিণা ইন্স্যুরেন্সে গাড়ি চালানোর অভিযোগে আটক করে পুলিশ। তার গাড়িতে অস্ত্রও পাওয়া যায়। এ সময় আব্বাসের অসংলগ্ন কথাবার্তায় পুলিশের সন্দেহ আরো বেড়ে যায়। ব্যাপক জিজ্ঞাসাবাদের মুখে আব্বাস এক সময় পুলিশের কাছে স্বীকার করেন যে, তার গাড়ির বুটে ২৬ বছর বয়সী এক মহিলা আটক আছেন। পুলিশ গাড়ির বুট খুলে মহিলাকে উদ্ধার করে। মহিলা তখন কাঁদছিলেন এবং তার অবস্থা একদম বিধ্বস্ত ছিল বলে পুলিশ জানিয়েছে।

আব্বাসের বিরুদ্ধে অপহরণ, যোগ্যতা না থাকা স্বত্ত্বেও গাড়ি ড্রাইভিং ও বিণা ইন্স্যুরেন্সে গাড়ি ড্রাইভিং এবং অস্ত্র রাখার অভিযোগে অভিযুক্ত করা হয়। স্নেয়ার্সব্রোক ক্রাউন কোর্টে ৪দিনের শুনানি  শেষ গত ১৫ সেপ্টেম্বর শাফাক আব্বাসকে ১৫ মাসের জেলদন্ড দেন বিচারক। জেলদন্ডের পাশাপাশি ২০২১ সাল পর্যন্ত আব্বাসের উপর গাড়ি ড্রাইভিংয়ে নিষেধাজ্ঞা আরোপ করেছে আদালত।

Bethnal Green man jailed for kidnap

A kidnapper has been jailed after police found his victim locked in the boot of his car when questioning him over his insurance.

Shafak Abbas, 24, of Wickford Street, Bethnal Green was also found to be in possession of a firearm.

Officers approached Abbas’ gold Mercedes on April 18 just after midday as he didn’t have any insurance.

His “evasive behaviour when questioned” led the officers to begin to search his car – and Abbas then told the police there was a 26-year-old woman was locked in his boot.

The woman was found “crying and in a distressed state.”

He was charged with kidnap, driving whilst disqualified, having no insurance and possessing a firearm.

He was sentenced to 15 months in prison at Snaresbrook Crown Court on September 15 after a four-day trial.

Advertisement