ব্রিটবাংলা ডেস্ক : ইংল্যান্ডের প্রায় ১ দশমিক ৪ মিলিয়ন স্কুল শিক্ষার্থী ফ্রি স্কুল মিলের নির্ভরশীল। হাফটার্ম থেকে শুরু করে আগামী ইস্টার পর্যন্ত ফ্রি স্কুল মিল বহাল রাখার ক্যাম্পেইন করে যাচ্ছেন ম্যানচেষ্টার ইউনাইটেড স্ট্রাইকার মার্কাস রাশফোর্ড এমবিই। রাশফোর্ডের ক্যাম্পেইনে সরকার সাড়া না দিলেও ইংল্যান্ডের বিভিন্ন কাউন্সিল এবং স্বেচ্ছাসেবী সংগঠন ও ব্যবসায়ীরা স্কুল শিশুদের ফ্রি স্কুল মিল বিতরণ করে যাচ্ছে।
মার্কাস রাশফোর্ডের আহ্বানে সাড়া দিয়ে টাওয়ার হ্যামলেটসের ডকল্যান্ডের আইসল্যান্ড নেটওয়ার্ক ফ্রি স্কুল মিল বিতরণ করেছে হাফ টার্ম হলিডেতে। এই সংগঠনের চেয়ার মাইয়ূম মিয়া তালুকদার জানান, করোনার ক্ষতিগ্রস্ত এবং এনএইচএস স্টাফদের মধ্যে প্রায় ১২ হাজার প্যাকেট খাবার বিতরন করা হয়েছে। এসব ফ্রি খাবার বিতরণের জন্যে ওয়ান হাউসিং, ক্যানারি ওয়ার্ফ গ্রুপ, ডকল্যান্ডের আসদাসহ স্থানীয় দানশীল ব্যক্তি এবং আইসল্যান্ড নেটওয়ার্কের ভলান্টিয়ারদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। এদিকে আইসল্যান্ডের এই কার্যক্রমে অভিভুত বলে জানালেন আরেক সক্রিয় কমিউনিটি এক্টিভিস্ট এমদাদ রহমান এমবিই। স্থানীয় অভিভাবকরা ফ্রি স্কুল মিলসহ আইসল্যান্ড নেটওয়ার্কের কার্যক্রমনের প্রসংশা করেন।