ইস্ট লন্ডনে রাফ স্লিপার : সব চেয়ে বেশি বেড়েছে ওয়ালথাম ফরেস্টে এবং কমেছে টাওয়ার হ্যামলেটসে

রাফ স্লিপার অর্থাৎ যাদের ঘরবাড়ি নেই, কম্বল মুড়িয়ে যারা রাস্তায় বা ফুটপাতে রাত্রিযাপন করেন, ইস্ট লন্ডনে এমন রাফ স্লিপারের সংখ্যা ৭০ শতাংশ বেড়েছে। সরকারের ল্যাভেলিঙ আপ, হাউসি; এবং কমিউনিটিজ ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী, ২০২২ সালের শরতে ইস্ট লন্ডনে রাফ স্লিপারের সংখ্যা ছিল ১২১ জন। আর ২০২১ সালের শরতে এই সংখ্যা ছিল ৭০ জনে। অর্থাৎ বেড়েছে ৭৩ শতাংশ।
২০২২ সালের ১লা অক্টোবর থেকে ৩০শে নভেম্বরের ভেতরে যারা অন্তত এক রাতের জন্য রাস্তায় বা ফুটপাতে রাত্রিযাপন করেছেন তাদেরকে হিসেবে নিয়ে এই পরিসংখ্যান করা হয়েছে। হিসেব অনুযায়ী, ২০২১ সালের তুলনায় ২০২২ সালে রাফ স্লিপারের সংখ্যা কমেছে টাওয়ার হ্যামলেটসে। তবে বেড়েছে নিউহ্যাম, ওয়ালথাম ফরেস্ট সহ ইস্ট লন্ডনের অন্যান্য কাউন্সিলে।

নিউহ্যামে বর্তমানে রাফ স্লিপারের সংখ্যা ৩০ জন। ২০২১ সালে এই সংখ্যা ছিল ১৭ জন। ২০২২ সালের শরতে ১৩ জন বেড়ে ৩০ জনে এসেছে। ২০২১ সালে টাওয়ার হ্যামলেটসে রাফ স্লিপারের সংখ্যা ছিল ২৮ জন। কিন্তু ২০২২ সালে ৭ জন কমে বর্তমানে ২১ জন আছে। রেডব্রিজ কাউন্সিলর ২০২১ সালে ১৫ জন ছিল ১২ জন বেড়ে বর্তমানে ২৭ জন রাফ স্লিপার। ওয়ালথাম ফরেস্টে ছিল ৫জন। ২০২২ সালে ২২জন বেড়ে হয়েছে ২৭জন। বার্কি; এন্ড ডেগেনহ্যামে ছিল ৩ জন। ৮ জন বেড়ে হয়েছে ১১ জন এবং হ্যাভারিঙ কাউন্সিলে ২০২১ সালে রাফ স্লিপারের সংখ্যা ছিল ২জন ২০২২ সালে ৩ জন‌ বেড়ে হয়েছে ৫জন।

এদিকে পুরো লন্ডনে ২০২১ সালে রাফ স্লিপারের সংখ্যা ছিল ৬৪০জন। ২০২২ সালে ২১৮ জন বেড়ে এই সংখ্যা এখন ৮৫৮জন।

Advertisement