ব্রিট বাংলা ডেস্ক : কপিল দেব, লিওনেল মেসি, ডেভিড বেকহ্যাম, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, শচিন টেন্ডুলকারের পর এবার দিল্লির মাদাম তুসোঁ মিউজিয়ামে স্থান পাচ্ছে ভারতের জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি।
দিল্লির এই মিউজিয়ামে ২৩তম সদস্য হিসেবে জায়গা করে নিতে চলেছেন বিরাট। লন্ডনের মাদাম তুসোঁ মিউজিয়ামের বিশেষজ্ঞ শিল্পীরা এসে বিরাটের ওপর প্রায় ২০০ রকমের মাপজোক করে গেছেন।
দিল্লির ছেলে এবার দিল্লির মিউজিয়ামে জায়গা পাচ্ছেন। উচ্ছ্বসিত বিরাট জানান, ‘মাদাম তুসোঁ মিউজিয়ামে আমার মূর্তি হবে-এটা দারুণ একটা অনুভূতি। মাদাম তুসোঁ মিউজিয়ামের বিশেষজ্ঞদের বিশেষ ধন্যবাদ জানাতে চাই, কারণ যেভাবে ধৈর্য্যের সঙ্গে বসে ওনারা কাজ করেছেন। সত্যিই লাইফ টাইম মেমরি।’
Advertisement