এ্যালার্জি এবং স্কুলের অবহেলা ঈসমাইলের মৃত্যুর কারণ : Birmingham boy’s death from allergic reaction to school neglect

ব্রিটবাংলা রিপোর্ট : বার্মিংহ্যামের বোর্ডসলি গ্রীনের আল হিজরাহ স্কুলের ছাত্র মোহাম্মদ ঈসমাইল আশরাফের মৃত্যুর প্রধান কারন এ্যালার্জিক রিয়েকশনের পর তার স্কুলের অবহেলা বলে করোনার কোর্টে জানানো হয়েছে। ৪ দিনব্যাপি ইনকোয়েস্ট শেষে জুরিরা এই সিদ্ধান্তে উপনিত  হয়েছেন।

৯ বছরের ঈসমাইলকে গত মার্চে তার স্কুলে মধ্যাহ্নভোজের সময় ফিশ ফিঙ্গার্স এন্ড চিপস খেতে দেওয়া হয়েছিল। তা খাওয়ার প্রায় দু’ঘন্টার ভেতরেই তার শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া শুরু হয়। এরপর হ্যার্টল্যান্ডস হাসপাতালের নেওয়ার পর সে মৃত্যুবরণ করে। প্যাথোলজিস্টরা তখন জানিয়েছিলেন যে, এ্যানাপিল্যাপসি রিয়েকশনে তার মৃত্যু হয়েছে। বিশেষ এল্যার্জিক সমস্যা থেকে তা হয়ে থাকে।

ঈসমাইলের মৃত্যুর আসল কারন উদঘাটনের উদ্দেশ্যে ৪ দিনব্যাপি ইনকোয়েস্ট শেষে শুক্রবার বার্মিংহ্যাম এন্ড সলিহলের সিনিয়র  করোনার  লুইস হ্যান্ট জানিয়েছেন, তার মৃত্যুতে এলার্জি সমস্যার পাশাপাশি তার স্কুলের অবহেলাও দায়ী। স্কুলে যেসব শিশুদের মাছ বা অন্যান্য খাবারে এ্যালার্জীক সমস্যা রয়েছে সেইসব ছাত্রছাত্রীদের স্কুলের স্টাফর যথাযথভাবে হ্যান্ডল করতে ব্যর্থ হয়েছেন। লোকাল অথোরিটির কাছে পুরো বিষয়টি তিনি তুলে ধরবেন বলেও জানান লুইস। আল হিজরা স্কুলটি বার্মিংহ্যাম সিটি কাউন্সিল পরিচালনা করে।

করোনার কোর্টে জানানো হয়েছে, দুগ্ধ ও বাদাম জাতীয় খাবার, কিউই ফ্রুট এবং মাছের মধ্যে ঈসমাইলের এ্যালার্জি ছিল। তারপরেও স্কুলের কেন্টিনে তাকে নিয়মিত ফিশ ফিঙ্গার খেতে দেওয়া হত। কারন কেন্টিনের স্টাফরা ঈসমাইলের কেয়ার প্লান পড়ত না।

করোনার কোর্টে স্বাক্ষ্য দিতে গিয়ে ৩ জন ডাক্তার একমত হয়েছেন যে, যথাসময়ে এপিপেন ইনজেকশন দিতে পারলে হয়তো ঈসমাইলের উপকার হতো। তাকে যথা সময়ে এপিপেন ইনজেকশন দেওয়া হয়নি বলে শিকার করেছেন তার ক্লাস টিচার। এপিপেনটি হাতের কাছে না থাকায় তাকে ইনজেকশন দিতে কিছুটা দেরি হয়েছে বলে জানান টিচার সাঈদ ইউসুফ। সিনিয়র করোনার মিস হান্ট জানিয়েছেন, তিনি ঈসমাইলের অকাল মৃত্যুর পরিপ্রক্ষিতে স্কুলে শিশুদের কেয়ার প্লানের গুরুত্বের বিষয়টি চীফ করোনার এবং লোকাল অথোরিটির কাছে তুলে ধরবেন। অনদিকে ঈসমাইলের স্কুল থেকে বলা হয়েছে, স্কুলের শিশুদের কেয়ার প্লান, প্রাথমিক চিকিৎসা বক্স, বিশেষ করে এপিপেনের বিষয়টিতে বাড়তি গুরুত্ব দেওয়া হবে। প্রতিটি রুমে রুমে রাখা হবে কেয়ার প্লান এবং এপিপেন।

Birmingham boy’s death from allergic reaction to school neglect

The death of a nine-year-old boy following an allergic reaction was partly down to neglect by his school, an inquest jury has found.

Mohammed Ismaeel Ashraf collapsed less than two hours after eating a lunch of fish fingers and chips at Al-Hijrah school in Bordesley Green, Birmingham, in March. He was taken to Heartlands hospital, where he later died.

Pathologists concluded that Mohammed died from an anaphylactic reaction, caused by an unknown allergen.

After a four-day hearing, an inquest jury concluded that neglect on the part of the school played a part in his death. Louise Hunt, the senior coroner for Birmingham and Solihull, said there were many problems with the way the school managed pupils with allergies and she would be writing to the local authority to highlight her concerns.

The coroner’s court was told that Mohammed was allergic to dairy and nuts, kiwi fruit and some fish, but he was served fish fingers regularly because canteen staff had not read his care plan.

Three doctors giving evidence agreed that the delay in administering an adrenaline injection might have contributed to his death, but not caused it. Giving evidence to the inquest, his class teacher, Shaid Yousef, admitted there had been a delay in giving Mohammed his EpiPen because he had not grasped the seriousness of the allergic reaction.

Hunt said she would be writing a report to prevent future deaths and sending it to the chief coroner and local health authority. Despite Mohammed’s death, she said, care plans were still not in place for all pupils at the school with health needs, including his sister.

The school, which is in special measures and being run by Birmingham city council, said it has tightened up procedures, making staff more aware of pupils’ care plans and fixing medical boxes containing EpiPens to the front walls of every classroom.

 

Advertisement