কাউন্সিলার আহবাব হোসেন সংবর্ধিত

ব্রিটবাংলা রিপোর্ট : টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের বেথনাল গ্রীন ওয়ার্ডের নব নির্বাচিত কাউন্সিলার আহবাব হোসেনের সম্মানে এক সংবর্ধনার আয়োজন করে যুক্তরাজ্যস্থ জগন্নাথ পুর উপজেলার গ্রেটার প্রভাকর পুর এলাকাবাসী ৷

রবিবার পূর্ব লন্ডনের বিগল্যান্ড স্ট্রিট এর একটি হলে অনুষ্ঠিত সভায় বিপুল সংখ্যাক মানুষের উপস্থিতে সভায় সভাপতিত্ব করেন কমিউনিটি নেতা গ্ৰামের প্রবীন মুরব্বী হাজী হান্নান মিয়া ৷

আবুল খায়ের এর পরিচালনায় সভায় পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন কামাল মিয়া ৷

অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটেস কাউন্সিলের ডেপুটি মেয়র কাউন্সিলার সিরাজুল ইসলাম, কাউন্সিলার কাহার চৌধুরী, ও ক্ৰয়ডন কাউন্সিলের কাউন্সিলার হুমায়ুন কবির ৷

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বায়তুল আমান মসজিদের খতিব মৌলানা আব্দুল মালিক, কমিউনিটি নেটওয়ার্ক এসোসিয়েশনের আলহাজ্ব সোবহান বারী হাবিবুর রহমান ৷

আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদ এর আলিমউজামান, ব্রিটবাংলার নির্বাহী সম্পাদক সাংবাদিক আহাদ চৌধুরী বাবু, লেবার পার্টী সেডওয়েল শাখার সেক্রেটারী আশিকুর রহমান, বায়তুল আমান মসজিদের সেক্রেটারী শাহ হুমায়ুন কবির, এসিস্ট্রেন্ট সেক্রেটারী সৈয়দ জহুরুল হক, হিউম্যান রাইটস কর্মী খায়রুল সাহিদ, ফয়সল করিম প্রমুখ ৷

অনুষ্ঠানে সংবর্ধনার জবাবে কাউন্সিলার আহবাব হোসেন বলেন,আমি কৃতজ্ঞ সবার সহযোগীতা ও আন্তরিকতার কারনে সব চেয়ে বেশী ভোট পেয়ে নির্বাচিত হয়েছি ৷

আমি দল ও মানুষের কল্যানে কাজ করার চেষ্টা করেছি এবং সর্বক্ষেত্ৰে সততা ও দারবদ্ধতার বিষয়টি মাথায় রেখেছি তারই ধারাবাহিকতা আজকের অৰ্জন ৷

তিনি বলেন,মুলধারার রাজনীতিতে অংশ গ্রহনের মধ্য দিয়ে সমাজ ও রাষ্ট্রের জন্য কাজ করা যায় ৷

কাউন্সিলার সিরাজুল ইসলাম তার বক্তব্যে টাওয়ার হ্যামলেটস এর জনগন কে ধন্যবাদ জানিয়ে বলেন, মানুষ বুঝতে পেরেছে মুলধারার দলই এলাকা উন্নয়নে ভুমিকা রাখতে পারে ৷

লেবার পাৰ্টি এই অঞ্চলের মানুষের বন্ধু তা বারবার প্রমাণিত হয়েছে ৷

তিনি বলেন বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাজ করতে হবে ৷

Advertisement