কানাডার রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থার রবীন্দ্র জন্মতিথি পালিত

ব্রিট বাংলা ডেস্ক :: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে বাংলাদেশ সেন্টারের অডিটোরিয়ামে সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। গত ১১ মে কানাডার টরন্টোতে যৌথভাবে আয়োজন করে বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থা কানাডা ও বাংলাদেশ সেন্টার এন্ড কমিউনিটি সার্ভিসেস।
সংস্থার সভাপতি শাহজাহান কামাল শুরুতে আগত অতিথিদের স্বাগত জানিয়ে অনুষ্ঠানের সূচনা করেন। বাংলাদেশ সেন্টারের পক্ষ থেকে বক্তব্য রাখেন সুমি রহমান। রবীন্দ্রনাথের সমাজ ভাবনা ও তার বিস্ময়কর সৃষ্টি নিয়ে তথ্যবহুল আলোচনা করেন আমন্ত্রিত অতিথি তুষার গায়েন।
সঙ্গীত পর্বটি শুরু হয় ৪টি সম্মেলক গানের মাধ্যমে। অংশগ্রহণ করেন সংস্থার শিল্পীরা। কবিতা আবৃত্তি করেন রেজা অনিরুদ্ধ ও সুমি রহমান। একক সঙ্গীত পরিবেশন করেন ড. ইখতিয়ার ওমর, ড. মমতাজ মমতা, শাহজাহান কামাল, নবীউল হক বাবলু, জিবীনা সঞ্চিতা হক, শহিদ খন্দকার টুকু, নাহিদ কবির, নাদিরা ওমর, মুক্তি প্রসাদ, শিখা আহমেদ, নিঘাত মর্তুজা শর্মী, কুমকুম বল, মঞ্জুর আহমেদ, জেনেট গোমেজ ও দিল আফরোজ রুমা। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন রাশেদা মুনীর।
Advertisement