কুয়েতে মা-সন্তানসহ একই পরিবারের পাঁচ বাংলাদেশি নিহত

ব্রিটবাংলা রিপোর্ট: কুয়েতে একটি আবাসিক ভবনে এসির কমপ্রেসর বিস্ফোরণের ঘটনায় মা ও চার সন্তানসহ পাঁচ বাংলাদেশি নিহত হয়েছেন।সোমবার বাংলাদেশ সময় বিকেল ৫টায় কুয়েত শহরের সালমিয়াত এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- রোকেয়া বেগম, তার দুই ছেলে ফাহাদ ও ইমাদ এবং দুই মেয়ে জামিলা ও নামিলা। নিহতদের বাড়ি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের কান্দিগাঁও গ্রামে। ঘটনার সময় রোকেয়া বেগমের স্বামী জুনেদ মিয়া বাসার বাইরে ছিলেন।কমলগঞ্জের বেশ কয়েকজন স্থানীয় জানান, জুনেদ মিয়া স্ত্রী ও চার সন্তান নিয়ে ১৫ বছর ধরে কুয়েতে আছেন। সোমবার বিকেলে আকস্মিকভাবে বাসার এসির কম্প্রেসরে বিস্ফোরণ ঘটে। এতে ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে জুনেদ মিয়ার স্ত্রী ও চার সন্তান মারা যায়। খবর পেয়ে জুনেদ বাসায় ফিরে স্বজনদের লাশ দেখে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাকে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। নিহতদের লাশ কুয়েতের মোবারক আল কবির হাসপাতালে রাখা হয়েছে।কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাহমুদুল হক এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

Advertisement