ক্যান্সার আক্রান্তদের কোভিড ভ্যাকসিন গ্রহণ নিরাপদ: গবেষণা

ব্রিট বাংলা ডেস্ক : ক্যান্সারের চিকিৎসা চলাকালীন সময়ে কোভিড ভ্যাকসিন গ্রহণ পুরোপুরি নিরাপদ। যৌথ গবেষণার পর বিষয়টি নিশ্চিত করেছে ইসরাইলের তেল আবিব সোরাস্কি মেডিক্যাল সেন্টার এবং হাফিয়া জায়ন মেডিক্যাল সেন্টার। প্রতিষ্ঠান দুটির গবেষণায় জানা গেছে, ক্যান্সার আক্রান্তদের চিকিৎসা চলাকালীন তাদেরকে কোভিড ভ্যাকসিন দেয়া হলে বিশেষ কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায় না। বৃহস্পতিবার ল্যানসেটে এই গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে।

জেরুজালেম পোস্টের খবরে বলা হয়েছে, ফাইজারের ভ্যাকসিনের তৃতীয় ধাপের ট্রায়ালে কোনো ক্যান্সার রোগীকে যুক্ত করা হয়নি। তবে ক্যান্সার আক্রান্তদের ভ্যাকসিন প্রয়োগ করলে কেমন পার্শ্বপ্রতিক্রিয়া হয় তা জানতে এই গবেষণাটি চালানো হয়। এ জন্য ১৩৪ জন ক্যান্সার আক্রান্ত রোগির তথ্য নেয়া হয়েছে। এরপর তাদের তথ্যের তুলনা করা হয়েছে সুস্থ ১৩৪ জনের সঙ্গে।
উভয় দলের সদস্যদের বয়স ও লিঙ্গ ছিল একই। উভয় দলকেই ভ্যাকসিনের প্রথম ডোজ দেয়ার ১৭ দিন পর এবং দ্বিতীয় ডোজ দেয়ার ১৯ দিন পর প্রশ্ন করা হয়। এতে জানা যায়, ক্যান্সার আক্রান্তদের কারো মধ্যেই গুরুতর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। একইসঙ্গে, তাদের মধ্যে যেসব পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গিয়েছিল তা ছিল সুস্থদের মতোই।

প্রথম ডোজ দেয়ার পর ২১ শতাংশ ইঞ্জেকশন দেয়ার স্থানে ব্যাথা, ৪ শতাংশ ক্লান্তি, ৩ শতাংশ মাথাব্যাথা, ২ শতাংশ পেশিতে ব্যাথা এবং ১ শতাংশ শরীর ঠান্ডা হয়ে যাওয়া অনুভব করেছেন। দ্বিতীয় ডোজ দেয়ার পর ক্যান্সার আক্রান্তদের ৩ শতাংশকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। এরমধ্যে একজনের জ্বর দেখা গিয়েছিল। বাকিদের ক্যান্সার স¤পর্কিত সমস্যার জন্য হাসপাতালে যেতে হয়। তারা সবাইই সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

Advertisement