ব্রিটবাংলা রিপোর্ট : কট্টর মৌলবাদ বা জঙ্গিবাদ থেকে কিশোর-কিশোরীদের রক্ষা করতে সচেতনতা তৈরীর জন্যে ইউকেজুরে সফর শুরু করেছেন হোম সেক্রেটারী এম্বার রোড। ইন্টারনেট থেকে তথ্য সংগ্রহ করে স্কুল শিক্ষার্থীরা যাতে কোনো ধরনের বোমা তৈরী এবং জঙ্গীবাদ বা কট্টরবাদের সঙ্গে জড়িয়ে না যায়, সে বিষয়ে সচেতনতা বাড়াতে ব্যাপক উদ্যোগ নিয়েছে সরকার। সরকারের এই কর্মসূচীর অংশ হিসেবে ইস্ট লন্ডনের বাঙালী অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস থেকে তাঁর সফর শুরু করেন হোম সেক্রেটারী। টাওয়ার হ্যামলেটস কাউন্সিল কর্তৃপক্ষ, মেট পুলিশের বারা কমান্ডার এবং কমিউনিটির কয়েকটি ক্যাম্পেইন গ্রুপের প্রতিনিধিদের উপস্থিতিতে শনিবার পপলার আইডিয়া স্টোরে বৈঠক করেন তিনি।
উল্লেখ্য ২০১৪-১৫ সালে টাওয়ার হ্যামলেটসের বেথনালগ্রীণ একাডেমীর ৪ ছাত্রী সিরিয়া গিয়েছিল পরিবার এবং স্কুলকে না জানিয়ে। তারা সবাই মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। এসব স্কুলছাত্রী ইন্টারনেটের মাধ্যমে জঙ্গীবাদের সঙ্গে জড়িয়েছে বলেও ধারণা করা হয়।
হোম সেক্রেটারী এম্বার রোডের সঙ্গে বৈঠকে প্যারেন্টস জোন সোসাল এন্টারপ্রাইজ নামে একটি সংগঠনের প্রতিনিধিও উপস্থিত ছিলেন। এই সংগঠনটি ইন্টারনেটের ছুঁবল থেকে শিশু কিশোরদের নিরাপদ রাখার জন্যে কাজ করে যাচ্ছে। এই সংগঠনের প্রতিনিধি হোম সেক্রেটারীকে জানান, স্কুলের শিশু কিশোররা ইন্টারনেট ব্যবহার জানলেও তাদের অভিভাবকরা সে ব্যাপারে দক্ষ নন। তাই অভিভাবকদেরও অনলাইনওয়ার্ল্ড সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে। না হলে শুধু স্কুল শিক্ষার্থীদের বেলায় কড়াকড়ি আরোপ করে ইন্টারনেট সন্ত্রাস থেকে রক্ষা পাওয়া যাবে না। ১১ বছর ধরে পরিচালিত এই সংগঠনটি শিক্ষক এবং প্যারেন্টদের ইন্টানেট বিষয়ে শিক্ষা দিয়ে আসছে
Home Secretary starts UK tour to stop teenage radicalisation
The government is pledging to take illegal material like “how to make a bomb” down from the internet in its renewed battle to prevent schoolchildren becoming radicalised.
But the Home Secretary, speaking to parent groups in east London where four schoolgirls fled to Syria to become Jihadist brides, denied it was an attempt at censorship.
Amber Rudd met Tower Hamlets council officials, the Met’s local borough police commander and community groups at Poplar’s Idea Store at the start of her nationwide fact-finding tour this week.
It follows in the wake of the four schoolgirls from Bethnal Green Academy who skipped the country in 2014-15 to join Isis in Syria without their families realising.
She heard from one organisation, Parent Zone social enterprise, working to get parents ‘savvy’ about the internet to challenge unreliable information their children might be receiving and also helps youngsters make their way through ‘fake’ news.
Parent Zone’s Sophie Lilington explained: “Children know internet technology, but don’t have the life skills of their parents to understand why people are trying to influence them. We encourage parents to take their off-line parenting skills into the online world.”
The organisation, set up 11 years ago, runs school assemblies, parent sessions and trains teachers.