জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ইউকে শাখা কর্তৃক আয়োজিত বিক্ষোভ কর্মসূচি

মোহাম্মদ মাসুদুজ্জামান:

সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বুধবার ব্রিটিশ ব্রটকাস্টিং কর্পোরেশন অফিসের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ইউকে শাখা কর্তৃক আয়োজিত বিক্ষোভ কর্মসূচি সহ স্বারকলিপি হস্তান্তর করেন বি বি সি নিউজ কর্তৃপক্ষের কাছে৷

সংগঠনটির সভাপতি ব্যারিস্টার আবুল মনসুর শাহজাহানের সভাপতিত্বে ও সংগঠনটির সাধারণ সম্পাদক ব্যারিষ্টার হামিদুল হক আফিন্দি লিটনের পরিচালনায় বিক্ষোভ কর্মসূচিটি পালিত হয় ৷
সংগঠনের সভাপতি ব্যারিস্টার আব্দুল মনসুর শাহজাহান জানান বর্তমানে বাংলাদেশে কোন গণতন্ত্র নাই ৷বাক স্বাধীনতা নাই ,অবাধে গুম, হত্যা ও ধর্ষণ সহ নানা রকম অপরাধ সংগঠিত হচ্ছে এই স্বাধীন দেশটিতে ৷

এবং তিনি অবিলম্বে বেগম জিয়াকে কারা মুক্তির জন্য বর্তমান সরকারের প্রতি আহ্বান জানান৷

তিনি আরো বলেন,বর্তমানে বাংলাদেশে গনতন্ত্র কে পুনর্প্রতিষ্ঠা করতে বেগম জিয়ার কোন বিকল্প নেই৷

সংগঠনটির সাধারণ সম্পাদক ব্যারিষ্টার
হামিদুল হক আফিন্দি বলেন, বি বি সি কর্তৃপক্ষের নিকট স্বারকলিপি প্রদানের মাধ্যমে তারা বিশ্ব মিডিয়া কে বেগম জিয়ার উপর যে অন্যায় করে যাচ্ছে বর্তমান সরকার এবং মিথ্যা মামলা দিয়ে কারাবন্দি করে রেখেছে তিন বারের প্রধান মন্ত্রী কে, তা সত্যিই গণতন্ত্রের বিপক্ষে এবং বর্তমান সরকার ক্ষমতার জোরো বাংলাদেশের জনগণের গণতন্ত্র অধিকারকে ও করাবন্দী করে রেখেছেন তা জানিয়ে দিতে চান৷

বিক্ষোভ সমাবশে অন্যান্যদের মধ্যে আরো যারা উপস্থিত ছিলেন,

ব্যারিস্টার আবু ইলিয়াস,ব্যারিষ্টার শহুরুব হোসাইন,ব্যারিস্টার ওবায়দুর রহমান তপু,বারিষ্টার আমিনুল হক লিটন সলিসিটর নাসের খান অপু ,  এ কে এম হাসনাত এডভোকেট আবুল হাসনাত আরো অনেকেই ৷

Advertisement