জালালাবাদ এসোসিয়েশন ইউকের পূর্ণাঙ্গ কমিটি গঠন  

Britbangla24

যুক্তরাজ্য প্রবাসী সিলেট বিভাগের প্রতিটি জনপদের মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ককে আরো সুদৃঢ়করণ এবং তাদের ঐতিহ্য, সংস্কৃতি, কল্যান ও সংহতির প্রয়োজন পূরণের লক্ষ্যে গঠিত প্রাচীণ ও ঐতিহ্যবাহী সংগঠন জালালাবাদ এসোসিয়েশন ইউকের পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

২৬ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সংগঠনের প্রথম বিশেষ সাধারণ সভায় সংগঠনের আহধ্বায়ক, বিশিষ্ট কমিউনিটি নেতা মুহিবুর রহমান মুহিবকে সভাপতি, আমিনুল হক জিলুকে সাধারণ সম্পাদক এবং এনামুল হক চৌধুরীকে কোষাধ্যক্ষ করে জালালাবাদ এসোসিয়েশন ইউকে এর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

সংগঠনের কনভেনর মুহিবুর রহমান মুহিবের সভাপতিত্বে এবং মেম্বার সেক্রেটারী মাহবুব রহমানের পরিচালনায় অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় জালালাবাদ এসোসিয়েশন ইউকে লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যত কর্মপরিকল্পনা সম্পর্কে বক্তব্য রাখেন বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশন বিসিএ এর সাবেক সেক্রেটারী এম এ মুনিম, চ্যানেল এস এর চেয়ারম্যান আহমদ উস সামাদ চৌধুরী জেপি, অবসরপ্রাপ্ত জিপি ডা: আলাউদ্দিন আহমদ, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি নবাব উদ্দিন, কমিউনিটি নেতা রোটারিয়ান এনামুল হক চৌধুরী, বিসিএ এর ভাইস প্রেসিডেন্ট মোজাহিদ চৌধূরী, ক্যান্টের বিশিষ্ট রেস্টুরেটার্স, ঢাকা ট্রাষ্ট কলেজের চেয়ারম্যান খালেদ চৌধুরী, বিশিষ্ট কমিউনিটি নেতা, লেখক ও কবি আবুল কালাম আজাদ ছোটন, বিসিএ নেতা আশরাফ উদ্দিন, ব্যারিষ্টার মাসুদ চৌধুরী, বাংলাদেশ সেন্টার এর সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেইন, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট নজরুল ইসলাম বাসন, কমিউনিটি এক্টিভিস্ট মামুনুর রশিদ ও জাহাঙ্গীর খান প্রমুখ।

সভায় আহধ্বায়ক মুহিবুর রহমান মুহিব ও মেম্বার সেক্রেটারী মাহবুব রহমান আহধ্বায়ক কমিটির এক বছরের কার্যক্রম ও অগ্রগতির প্রতিবেদন তুলে ধরেন এবং আগামী দিনের পথচলায় তারা সকলের সহযোগিতা প্রত্যাশা করেন। এরপর জালালাবাদ এসোসিয়েশন ইউকে এর পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি গঠনের জন্য ডা: আলাউদ্দিন আহমদ, নবাব উদ্দিন ও নজরুল ইসলাম বাসনকে নিয়ে তিন সদস্যের একটি প্যানেলের ওপর দায়িত্বভার অর্পন করা হয়। এই প্যানেলের পক্ষে নবাব উদ্দিন নির্বাহী কমিটির নাম ঘোষনা করলে উপস্থিত সদস্যবৃন্দ বিপুল করতালির মাধ্যমে তাদের সমর্থন জানান।

জালালাবাদ এসোসিয়েশন ইউকের নির্বাহী কমিটিতে রয়েছেন মুহিবুর রহমান মুহিব সভাপতি

এম এ মুনিম (জালালাবাদ), খালেদ চৌধুরী (সুনামগঞ্জ), মাহবুব রহমান (সিলেট), মোজাহিদ চৌধুরী (মৌলভিবাজার), আবুল কালাম আজাদ (হবিগঞ্জ), মইনুল আমিন বুলবুল (হবিগঞ্জ), ও রীতা বেগম সহ সভাপতি,

আমিনুল হক জিলু সাধারণ সম্পাদক,

এনামুল হক চৌধুরী কোষাধ্যক্ষ,

মুহিব উদ্দিন চৌধুরী ও সায়দুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক, শামীম আহমদ – দপ্তর সম্পাদক, জুবায়ের আহমদ সাংগঠনিক সম্পাদক, মোহাম্মদ আব্দুল কাইয়ূম – প্রচার, প্রকাশণা ও গণযোগাযোগ সম্পাদক, শিবিধ্বর আহমদ – শিক্ষা সম্পাদক, আলা উদ্দিন – ক্রীড়া সম্পাদক, সাদিকুর রহমান বকুল – সাংস্কৃতিক সম্পাদক, শাহিনুর আহমদ সুমন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং নির্বাহী সদস্যরা দেলওয়ার হোসেন (সিলেট), ব্যারিস্টার মাসুদ চৌধুরী (সিলেট), শাহনুর খান (মৌলভিবাজার), করিম মিয়া শামীম (মৌলভিবাজার), আমিরুল ইসলাম চৌধুরী (সুনামগঞ্জ), এস এম মুস্তাফিজুর রহমান (হবিগঞ্জ), আব্দুল শফিক, ময়নুল হক, মানিক মিয়া, মামুনুর রশীদ, জাহাঙ্গীর খান, দিলওয়ার হোসেন, মাহবুব আহমদ রাজু, ও আব্দুল মুনিম জাহেদী ক্যারল (জালালাবাদ)।

সংগঠনের উপদেষ্টা মন্ডলীতের রয়েছেন, চ্যানেল এস এর চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী জেপি, মাহমুদ হাসান এমবিই, পাশা খন্দকার এমবিই, লন্ডন বাংলা প্রেসক্লাব প্রেসিডেন্ট সৈয়দ নাহাস পাশা,ডা: আলা উদ্দিন আহমদ, সাপ্তাহিক জনমত সম্পাদক নবাব উদ্দিন, সাংবাদিক ও কলামিষ্ট নজরুল ইসলাম বাসন এবং লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ নাহাস পাশা।

সাধারণ সভার শেষ পর্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বর্তমানে যুক্তরাজ্য সফররত জালালাবাদ এসোসিয়েশন ঢাকাম্বর শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক, বিশিষ্ট নাগরীলিপি গবেষক ও উ্স প্রকাশনীর কর্ণধার মোস্তফা সেলিম, বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব, বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটির প্রজেক্ট ডিরেক্টর সাইয়েদ মেহদি হাসান, সরকারের উপসচিব ও সিলেট হাইটেক পার্ক এর প্রজেক্ট ডিরেক্টর ব্যারিস্টার মো: গোলাম সরোয়ার ভুইয়া এবং উপসচিব ও বঙ্গবন্ধুশেখ মুজিব হাই টেক পার্ক রাজশাহীর প্রজেক্ট ডিরেক্টর ইঞ্জিনিয়ার এ কে এ এম ফজলুল হক।

Advertisement