ব্রিটবাংলা ডেস্ক:ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই এসোসিয়েশন ইউকের আয়োজনে শনিবার উদযাপিত হলো ইংরেজি নববর্ষ ও ‘অ্যালামনাই নাইট’।
এসোসিয়েশনের সভাপতি রহমান জিলানীর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া এই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক আনোয়ার খান। কিছুটা ভিন্ন আঙ্গিকে আয়োজিত সাংস্কৃতিক পর্বের মূল আকর্ষণ ছিলো বিভিন্ন দশকের জনপ্রিয় বাংলা সিনেমার কালজয়ী সব গানের পরিবেশনা। পুরো অনুষ্ঠানের বিভিন্ন পর্ব পরিচালনায় ছিলেন সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য বুলবুল হাসান, সৈয়দা সায়মা আহমেদ এবং শামীমা আক্তার।
সংগঠনকে আরো গতিশীল করতে কার্য নির্বাহী কমিটির সদস্যগণ আগামী দিনগুলোতে তাদের কর্ম পরিকল্পনার কথাও ঘোষনা করেন অনুষ্ঠানে। সাংস্কৃতিক পর্বে অন্যান্যের মধ্যে সঙ্গীত পরিবেশন করেন বিলেতের জনপ্রিয় শিল্পী সাইদা তানি, অমিত দে, সাদিয়া আফরোজ, কাজী কল্পনা ও মৃদুল। অনুষ্ঠানে অংশ নেয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদেরকে মনোমুগ্ধকর আবৃত্তি উপহার দেন উদয় শংকর দাস, সিনথিয়া দাস এবং সমর দে।