তারুন্যের অগ্রযাত্রায় গড়ে উঠবে সুন্দর কমিউনিটি শীর্ষক সেমিনার

আহাদ চৌধুরী বাবু: তারুন্যের অগ্রযাত্রায় গড়ে উঠবে সুন্দর কমিউনিটি শীর্ষক সেমিনারে বক্তারা বলেছেন কমিউনিটির প্রয়োজনে একটি বাসযোগ্য সহায়ক পরিবেশ গঠনে সম্মেলিত ভাবে তরুণদের উৎসাহীত করে আলোকিত পথে যাত্রার কাজটিতে সহযোগীতা করবেন৷

 

সোমবার পূর্ব লন্ডনের একটি হলে বাংলাদেশের জনপ্রিয় এসএ টিভির লন্ডন অফিসের উদ্যোগে আয়োজিত একটি বিশেষ সেমিনারে সভাপতিত্ব করেন স্পিটালফিল্ড স্মল বিজনেস এসোসিয়েশনের চেয়ারম্যান কমিউনিটি লিডার আজিজ চৌধুরী এস এ টিভির বিশেষপ্রতিনিধি সাংবাদিক হেফাজুল করিমের সঞ্চালনায় সেমিনারে মুল প্রবন্ধ পাঠ করেন ব্রিটবাংলা ২৪ ডটকমের নির্বাহী সম্পাদক আহাদ চৌধুরীবাবু ৷

মুল প্রবন্ধের পাশাপাশি বিভিন্ন শ্রেনী পেশার বিশিষ্টজন তাদের নিজস্ব বক্তব্য উপস্থাপন করেন ৷

সেমিনারে মুল প্ৰবন্ধে বলা হয় এসএ টিভি কমিউনিটির প্রতি দায় ও দায়বদ্ধতার নিরিখে সমাজ ও রাষ্ট্রের প্রয়োজনে কমিউনিটির কল্যান গঠন ও ব্যাপ্তীতে কাজ করে যার ধারাবাহিকতায় লন্ডন অফিসের কমিউনিটি প্রগাম ৷

বাংলাদেশ ব্রিটেন এর উদাহরণ টেনে বলা হয় ৭১ এর মহান মুক্তিযুদ্ধের অর্জন তারন্যে শক্তির জাগরণের কারনেই চুড়ান্ত সমিকরণ স্বাধীনতা অর্জন ।

বিলেতের প্রেক্ষাপটে বর্নবাদ বর্ণবৈষম্য নির্মূলে কমিউনিটির অর্জনে পূর্নতা পেয়েছে তারন্যের অংশ গ্রহনে বর্ণবাদের কালো অধ্যায়ের বিপরিতে আলোকিত মশাল প্রজ্জলিত হয়।

শুধু তাই নয় মুলধারার রাজনীতি সমাজ অর্থনৈতিক অবস্থানে ঐক্যবদ্ধ প্রয়াসের সফলতার গৌরব উজ্জ্বল সমিকরণ আমরা দেখতে পাই ৷

সেমিনারে বক্তারা বলেন তরুণদের ঐক্যবদ্ধ করে নেতৃত্ব প্রদান করে একটি সুন্দর কমিউনিটি গঠন সম্ভব । সেমিনারে প্রস্তাবনায় বলা হয়

▪ড্রাগ নাইফ ক্রাইম এসিড নির্মূল করতে স্থানীয় কমিউনিটি লোকাল অথরিটি কে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে৷

▪ইয়ুথ সেন্টার খুলে দেওয়ার ব্যাপারে কমিউনিটির দাবীর বিষয়টি নিয়ে চাপ সৃষ্টি করা৷

▪তরুণদের নিয়ে বড় পর্যায়ে মুলধারার নেতৃত্বের উপস্থিতিতে কুইনমেরি ইউনিভার্সিটিতে সেমিনার ৷

▪মসজিদের ইমাম ও স্থানীয় সংগঠনের সাথে বৈঠক

▪ এস এ টিভির লন্ডন অফিসের মাধ্যমে কমিউনিটির ইষ্যু নিয়ে কাজ করবে ৷

সেমিনারে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন লন্ডন বাংলা প্রেসক্লাবের প্রেসিডেন্ট সৈয়দ নাহাস পাশা, সাবেক সাধারন সম্পাদক মোহাম্মদ আব্দুস সাত্তার,বিবিসিসি এর সাবেক প্রেসিডেন্ট শাহগির বকত ফারুক,  প্রবীন সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী সাংবাদিক নজরুল ইসলাম বাসন, কমিউনিটি নেতা গয়াসুর রহমান চৌধুরী কাউন্সিলার খালেস উদ্দিন আহমেদ, কাউন্সিলার খলিল কাজী ,কাউন্সিলার অহিদ আহমদ ,সাবেক কাউন্সিলার মতিন উজ্জামান ,সাংবাদিক রহমত আলী, লন্ডন বাংলা প্রেস ক্লাবের ভাইস প্রেসিডেন্ট মাহবুব রহমান, সাংবাদিক মিসবাহ জামাল ,লন্ডন বাংলা প্রেসক্লাবের ট্রেজারার সাংবাদিক আসম মাসুম ,আতাউল্যা ফারুক প্যারেন্ট গভর্ণর রেবেকা সুলতানা,সাংবাদিক সেলিনা আক্তার আব্দুল্লা আল মামুন,সাবেক কাউন্সিলার শহিদ আলী সাংবাদিক হাফিজুর রহমান বেলাল,যুবনেতা জামাল খাঁন বাংলা টিভির মোশারফ হোসেন ভুঁইয়া,জুলেখা বেগম  যুবনেতা জুবায়ের আহমদ, এন টিভির আকরাম হোসেন  প্রমুখ ।

ধন্যবাদ বক্তব্য রাখেন এস এ টিভির ডাইরেক্টার শিরিন আহমেদ সামান্তা ।

ACB@17

Advertisement