এহসানুল ইসলাম চৌধুরী শামীম:
ব্রিটেনের নর্থাম্পটন মাউন্স বাংলা স্কুল প্রতি বছরের মত এবার ও স্কুলের অভিবাবক ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে আয়োজন করেছিল ঈদ আনন্দ উৎসব। বুধ বার ১৩ সেপ্টেম্বর দুপুরে মাউন্সের দস্তিও হল রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে স্কুলের অভিবাবক ও বিপুল সংখ্যক কমিউনিটির মানুষ উপস্হিত ছিলেন।
ঈদ আনন্দ উৎসব আয়োজন করেছিলেন সাবেক কাউন্সিলর নাহার বেগম।
ঈদ আনন্দ উৎসবে ছিল নাচ,গান ও মিউজিকেল চেয়ার, হাতে মেহেদী সহ নানা ধরনের খেলা।
ঈদের আনন্দ সবার মাঝে পৌছে দেওয়ার মুল উদ্যোশ বলে জানালেন আয়োজক সাবেক কাউন্সিলর ও স্কুলের শিক্ষিকা নাহার বেগম।
তিনি আগামীতে সবাইকে নিয়ে বড় আকারের অনুষ্ঠান করবেন বলে ব্রিট বাংলাকে জানিয়েছেন ।
অভিবাবকরা আনন্দের সাথে অনুষ্ঠান উপভোগ করেন।
Advertisement