নর্থাম্বরিয়া ইউনির্ভাসিটির ৭শ ৭০ জন শিক্ষার্থী করোনায় আক্রান্ত

ব্রিটবাংলা ডেস্ক : উত্তর ইংল্যান্ডের নিউক্যাসলের নর্থাম্ব্রিয়া ইউনির্ভাসিটির প্রায় ৭শ ৭০ জন শিক্ষার্থীরা করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে মাত্র ৭৮ জনের শরীরে প্রাথমিক অবস্থায় করোনা উপসর্গ ছিল। বাকীদের কোনো উপসর্গ ছিল না। কিন্তু তাদের টেস্ট রেজাল্ট পজিটিভ এসেছে। তারা সবাই ১৪ দিনের সেল্ফ আইসলোশনে রয়েছে।
বৃটেনের প্রায় ৫৬টি ইউনির্ভাসিটিতে অন্তত একজন করে হলেও করোনা রোগি রয়েছে। এরমধ্যে সবচাইতে বেশি করোনা রোগি ধরা পড়ল নর্থাম্ব্রিয়ায়। এছাড়া শেফিল্ড ইউনির্ভাসিটিতে প্রায় দু’শ এবং লিভারপুল ইউনির্ভাসিটিতে প্রায় ১শ ৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে। সব মিলিয়ে বৃটেনের বিভিন্ন ইউনির্ভাসিটিতে আড়াই হাজারের বেশি করোনা রোগি সেল্ফ আইসোলশনে রয়েছে।
এদিকে গত চব্বিশ ঘন্টায় বৃটেনে আরো ৬ হাজার ৯শ ৬৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আর করোনায় মৃত্যুবরণ করেছে আরো ৬৬ জন। এ নিয়ে বৃটেনে করোনায় ৪২ হাজার দু’শ ৬৮ জনের মৃত্যু হল। আর করোনায় আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৬৭ হাজার ১শ ৪৬ জনে গিয়ে দাঁড়াল।

Advertisement