নিউহ্যামে ছুরিকাঘাতে এক তরুনের মৃত্যু : Man stabbed to death in east London

ব্রিটবাংলা রিপোর্ট : ইস্ট লন্ডনের নিউহ্যামে ছুরিকাঘাতে ২০ বছর বয়সী এক তরুনের মৃত্যু হয়েছে। রোববার বিকেল ২টা ৫০ মিনিটের দিকে ম্যানরপার্ক এলাকার শেরার্ড রোড থেকে পুলিশ তাকে ছুরিকাহত অবস্থায় উদ্ধার করে। প্যারামেডিকস এবং পুলিশ চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেনি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই ঘটনার প্রায় ১০ মিনিট পরে পায়ে ছুরিকাহত অবস্থায় ৩৯ বছর বয়সী এক ব্যক্তি স্থানীয় পুলিশ স্টেশনে যান। প্রাথমিক চিকিৎসা শেষে পুলিশ তাকে হাসপাতালে প্রেরণ করে। অবশ্য পরবর্তীতে তাকে ২০ বছর বয়সী তরুন হত্যাকান্ডের সঙ্গে সংশ্লিস্ট সন্দেহে গ্রেফতার করে পুলিশ। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর সোমবার সকালে তাকে পুলিশী হেফাজতে নেওয়া হয়। এ ঘটনার প্রত্যক্ষ বা পরোক্ষদর্শীদের তথ্য জানাতে আহ্বান করেছে স্কটল্যান্ড ইয়ার্ড।

Man stabbed to death in east London

A murder probe has been launched after a man was stabbed to death in east London.

Police and paramedics were scrambled to Sherrard Road in Manor Park on Sunday afternoon.

Medics fought to save the victim, aged in his late 20s, but he was pronounced dead at the scene shortly after 2.50pm.

 Ten minutes later, a 39-year-old man presented himself at an east London police station suffering stab wounds to his leg.

He was rushed to hospital after being given first aid by police officers, and was later arrested on suspicion of murder.

He was discharged from hospital and remained in custody on Monday morning.

 The victim is yet to be formally identified, Scotland Yard has said.

Officers from the Homicide and Major Crime Command (HMCC) are investigating.

Any witnesses or anyone with information is asked to contact the HMCC on their incident room number of 0208 345 3865. To remain anonymous contact Crimestoppers on 0800 555 111.

Advertisement