নিউহ্যামে মাকড়শার ভয়ে সাতটি স্কুল বন্ধ : Seventh east London school closes due to spider infestation

ব্রিটবাংলা ডেস্ক : মাকড়শার ভয়ে একে একে সাতটি স্কুল বন্ধ রাখতে বাধ্য হয়েছে ইস্ট লন্ডনের নিউহ্যাম কাউন্সিল। বিরল জাতীয় মাকড়শার ডিম ফুটানোর আগেই স্কুল বন্ধ রেখে পাস্ট কন্ট্রোল এনে স্কুলে পরীক্ষা নিরীক্ষা চালানো হচ্ছে।

নিউহ্যামের কয়েকটি স্কুলে বিশেষ এক মাকড়শার সন্ধান পাওয়া গেছে। বিরল প্রজাতির গোলাকৃত্তি, পেটমোটা এই মাকড়শা দেখতে অনেকটা ভয়ানক ব্ল্যাক উইডোর মত দেখতে। একে বলা হচ্ছে ফলস উইডো মাকড়শা। কালো রংয়ের  এই মাকড়শার সাইজ ৯ দশমিক ৫ থেকে ১৪ মিলিমিটার। ব্ল্যাক উইডো মাকড়শার কামড়ে মৃত্যুর সম্ভাবনা রয়েছে। তবে ফলস উইডোর কামড়ে মৃত্যু ঝুঁকি না থাকলেও খুব বেশি ব্যাথা পাওয়ার কথা জানিয়েছেন বিশেষজ্ঞরা। এছাড়া বিশেষ কোনো জায়গায় এবং এলার্জির সমস্যা রয়েছে এমন শিশুকে কামড় দিলে পার্শ্বপ্রতিক্রিয়া আরো ভয়াবহ হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

নিউহ্যাম কাউন্সিল জানিয়েছে, ফলস উইডো মাকড়শার ভয় দূর করার জন্যে প্রয়োজনে এই পুরোমাস ধরেই স্কুল বন্ধ রাখতে প্রধান শিক্ষককে সহযোগিতা করবে কাউন্সিল।

Dozens more children have been told to stay home after a seventh school was forced to close because of an infestation of spiders.

Newham Council has evacuated schools to treat the invasion of False Widow Spiders “immediately, before the eggs start hatching”.

Hundreds of children in the east London borough stayed home while pest control experts scoured the schools.

False Widow Spiders are dark-coloured with globular bodies and range from 9.5 to 14 mm in size.

Although named because of its physical similarity to the killer black widow spider, the species’ bites rarely cause death but can be very painful.

Symptoms include severe pain radiating from the bite and fever – but could prove fatal if a young and vulnerable child was bitten in an especially sensitive location.

Newham Council says it’s supporting headteachers. Some schools could be closed until the end of the month.

Advertisement