প‍্যারিস কাউন্সিল হতে দেয়া যেতে পারেনা

টাওয়ার হ‍্যামলেটসকে দ্বিধাবিভক্ত করলে কমিউনিটি বিভক্ত হবে,কাজেই প‍্যারিস কাউন্সিল হতে দেয়া যেতে পারেনা,এবং এর মোকাবেলা করতে হবে গণতান্ত্রিক ভাবে ৷

ষ্পিটারফিল্ডও বাংলা টাউনকে বিছিন্ন করার লক্ষ‍্য নিয়ে প‍্যারিস কাউন্সিল (টাউন কাউন্সিল)প্রতিষ্টার লক্ষ‍্যে টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের যথাযথ কতৃপক্ষের কাছে আবেদন এর বিরোধিতা করে,কমিউনিটির সর্বস্তরের মানুষের উপস্থিতিতে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে ২৭ নভেম্বর, মঙ্গলবার পূর্ব লন্ডনের হ্যানবারী হলে ৷

এ সমাবেশে বক্তারা বলেন,কিছু সংখ‍্যক স্পিটাফিল্ড এবং বাংলা টাউনের অধিবাসী আমাদের ঐতিহ‍্যের ধারক ষ্পিটারফিল্ডও বাংলা টাউনকে বিছিন্ন করার লক্ষ‍্য নিয়ে প‍্যারিস কাউন্সিল (টাউন কাউন্সিল)প্রতিষ্টার লক্ষ‍্যে টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের যথাযথ কতৃপক্ষের কাছে আবেদন করেছেন।

কাউন্সিল সে আবেদনের পরিপ্রক্ষিতে টাওয়ার হ‍্যামলেটসের সকল নাগরিককে মতামত প্রেরনের জন‍্য ৩১ ডিসেম্ভর সময় নিরধারন করছেন।
আয়োজকরা বলেন,স্থানীয় বাসিন্দাররা তথা কমিউনিটি সকলের সাথে যথাসম্ভব মত বিনিময়ের মাধ‍্যমে প্রস্তাবিত প‍্যারিস কাউন্সিলের বিরুদ্ধে মতামত প্রেরনের জন‍্য ক‍্যাম্পেইন চলছে।বক্তাগন বলেন,আমরা বিশ্বাস করি প্রস্তাবিত প‍্যারিস কাউন্সিল আমাদের কমিউনিটির মধ‍্যে বিভক্তির সৃষ্টি করবে।
আমাদের বহুজাতিক কমিউনিটিতে ঐক‍্যের সোপান সুদৃঢ় করার লক্ষ‍্যে আমরা ঐক‍্যবদ্ধ ওয়ান স্পিটাফিল্ড ও বাংলাটাউন নামে ক‍্যাম্পেইন করে যাচ্ছি।

সে ধারাবাহিকতার অংশ হিসাবে আজকের সমাবেশ ৷

প‍্যারিস কাউন্সিল প্রস্তাবনা কে না বলার জন‍্য কমিউনিটির অংশ গ্রহন জরুরী ৷সভার সঞ্চালনায় ছিলেন কাউন্সিলার তারিক আহমদ ও কাউন্সিলার সাদ চৌধুরী।

উপস্থিত থেকে বক্তব্য রাখেন,জিএলএ মেম্বার উমেষ দেশাই কাউন্সিলার জন পিয়ার্স, সাবেক কাউন্সিলার হেলাল উদ্দিন আব্বাস ,টিআর এ চেয়ার আলেক্স,কাউন্সিলার আব্দুল মুকিত চুন্নু,কাউন্সিলার লীমা কোরেশী,সাবেক কাউন্সিলার খালিছ উদ্দিন,রফিক উল্লাহ,জুনেদ আহমদ সুন্দর,চার্চের রেক্টারসহ অনেকে।

প্যারিস কাউন্সিল,নিয়ে ব্রিটবাংলা24প্রকাশিতসর্বপ্রথম সংবাদ লিংক:

https://britbangla24.com/news/60713

Advertisement