”ঈদ হোক সার্বজনীন এবং আনন্দের-
ব্রিটবাংলা রির্পোট:বিলেতে চব্বিশ ঘণ্টা অনুষ্ঠান সম্প্রচার করা একমাত্র বাংলা কমিউনিটি রেডিও বেতার বাংলা প্রতি ঈদের ন্যায় এবারেও শনিবার তাদের পূর্ব লন্ডনের সাটন স্ট্রীটে অবস্থিত নিজস্ব স্টুডিওতে এক ঈদ আড্ডার আয়োজন করে
ঈদুল আযহার পরের দিন হলেও বিপুল সংখ্যক আমন্ত্রিত সুধীর সমাবেশ ঘটে ।
সন্ধ্যা সাতটা থেকে মধ্যরাত অবধি আগত আমন্ত্রিত অতিথি স্রোতা ও নিয়মিত উপস্থাপকদের নিয়ে লাইভ অন এয়ার অনুষ্ঠানে গান কবিতা আড্ডায় মেতে উঠে সকলে ।সন্ধ্যা সাতটায় বেতার বাংলার ডিরেক্টর প্রোগ্রাম মোস্তাক বাবুল অনুষ্ঠান আরম্ভ করেন একজন অতিথি নিউহাম বারার কাউন্সিলর আয়েশা চৌধুরী একজন সাবেক উপস্থাপক রমি আলী একজন বর্তমান উপস্থাপক ইকবাল লতিফ এবং একজন শ্রোতা তানিয়া বেগমকে সাথে নিয়ে গল্পের সাথে টেলিফোনে স্রোতাদের অশগ্রহনে পুরো অনুষ্ঠানটি এক ভিন্ন মাত্রা যোগ হয়।
বেতার বাংলার নির্বাহী পরিচালক বাংলাদেশের উদ্যেশ্যে শনিবার লন্ডন ত্যাগ করার পূর্বে তিনিও টেলিফোনে এয়ার পোর্ট ত্থেকে অনুষ্ঠানে অংশ নেন এবং সকলের কাছে তার জন্য দোয়া কামনা করেন।
এর পরবর্তীতে বেতার বাংলার নিয়মিত উপস্থাপকরা পর্যায়ক্রমে আগত অতিথি স্রোতা ফোরাম নেতৃবৃন্দ দের নিয়ে মেতে উঠেন আড্ডায়।
উল্লেখ্য প্রতি ঈদের পরের দিন এই মিডিয়া হাউজটিতে বসে এক জমজমাট আড্ডা।
উপস্থিত অতিথিদের মাঝে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিলর আয়েশা চৌধুরী, চ্যানেল এস এর ক্রিয়েটিভ ডিরেক্টর মিনহাজ কিবরিয়া, কবি শিহাব উজ্জামান কামাল,বেতার বাংলা স্রোতা ফোরামের বর্তমান সভাপতি আবুল কালাম,সাধারন সম্পাদক কবির আহমেদ, ট্রেজারার হেলাল আহমেদ সহ সভাপতি আবু তারেক চৌধুরী সাজু, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন খান,সাবেক সভাপতি আব্দুল হালিম চৌধুরী, বাংলাদেশের প্রখ্যাত চিত্র অভিনেতা বেতার বাংলার সাথে জন্মলগ্ন থেকে জড়িত স্বাধীন খসরু ,নব্বুই দশকের নায়িকা বর্তমানে বেতার বাংলার সাথে কর্মরত রুকশানা হাসি সোনিয়া,বেতার বাংলার সাথে জন্মলগ্নে জড়িত থাকা সাবেক উপস্থাপক রোমি আলী, জন্মলগ্ন থেকে এখন পর্যন্ত জড়িত উপস্থাপক সুমন খান, বিশিষ্ট রেস্টুরেন্ট ব্যাবসায়ী আনোয়ার হোসেন সাওন,লন্ডন ফিল্ম ক্লাবের সভাপতি সামসুল ইসলাম শাম,জোসনা ইসলাম,কামরুল ইসলাম স্বপন, বাংলাদেশ থেকে আগত গার্মেন্টস ব্যাবসার সাথে জড়িত হাবিবউল্লাহ, লন্ডনের প্রখ্যাত চিত্র পরিচালক মসুদ বখত, নীলা চৌধুরী সহ অন্যানরা । দীর্ঘ অনুষ্ঠানটি পালা ক্রমে উপস্থাপন করেন ইকবাল লতিফ,নজরুল ইসলাম অকিব,সুমন খান,হাসি খান, রাজ হাসান এবং ওয়াহিদ আজাদ ।এ ছাড়াও নিয়মিত উপস্থাপকদের মাঝে উপস্থিত ছিলেন সাহিনা হোসেন মনি, নেহাল চৌধুরী,রোজী সুলতানা,মানিকুর রহমান গনি,সুমনা শুমী,ফারজানা খান, আফসানা আহমেদ ,শামীমা আক্তার,ইমাম হসেন, জাহিন খান, তাসনিম খান ।
অনুষ্ঠানে আগতদের স্বাগত জানান বেতার বাংলার ডিরেক্টর দের মাঝে উপস্থিত থাকা প্রোগ্রাম ডিরেক্টর মোসতাক বাবুল।
পুরো অনুষ্ঠানটির তত্তাবধানে ছিলেন ম্যানেজার এডমিন মিনহাজ খান।
অনুষ্ঠানে স্রোতা ফোরামের পক্ষ থেকে আগতদের মিষ্টি মুখ করানো হয় অপর দিকে বোর্ড অব ডিরেক্টর দের পক্ষ থেকে রকমারী ঈদের খাবার মাংশ দিয়ে লাউ রান্না এবং ভাত ও রুটি এবং গুড়ের সন্দেশ পরিবেশন করেন।
উল্লেখ্য বেতার বাংলার অন্যান ডিরেক্টর গন ব্যস্ততার কারনে উপস্থিত থাকতে না পারলেও সবার প্রতি শুভেচ্ছা জানিয়েছেন।
অনুষ্টানে উপস্থিত অনেকে ঈদ শুভেচ্ছায় বলেন কমিউনিটি এবং বেতার বাংলা মৈত্রী বন্ধুত্ব সম্প্রীতির মাধ্যমে কৃষ্টিকে লালন এবং সমৃদ্ধ করছে৷ তারা বলেন ঈদ হোক সার্বজনীন উৎসব৷