ব্রিস্টলে চুরির ঘটনায় একজন নিহত এবং দুজন গুরুতর আহত : Bristol burglary leaves one dead and two critically injured

ব্রিটবাংলা ডেস্ক : ইংল্যান্ডের ব্রিস্টল শহরে এক চুরির ঘটনায় একজন নিহত এবং দুজন গুরুতর আহত হয়েছেন। রোববার রাত আনুমানিক ১টার দিকে ব্রিস্টলের রেডক্লিফ এলাকার প্রিউয়েট স্ট্রীটে এই ঘটনা ঘটে।

এদিকে এই ঘটনার সঙ্গে লন্ডন থেকে ২৫ এবং ৩৭ বছরের দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, এই ঘটনায় বেশ কিছু মানুষ আহত হয়েছে। এর মধ্যে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাস্থলে এখনো পুলিশী কর্ডন করে রেখেছে।

A man has died and two other men have suffered life-threatening injuries during a burglary in Bristol.

The attack happened in Prewett Street, Redcliffe, just after 01:00 BST.

Two men from London, aged 25 and 37, have been arrested on suspicion of murder and are currently in police custody.

Officers said several people were assaulted and the other two injured men are currently being treated in hospital.

A cordon is in place to allow crime scene investigators to examine the area.

Advertisement