মাটি ও মানুষের কল্যাণে প্রবাসীদের ভূমিকা অপরিসীম

ব্রিটবাংলা সিলেট ডেস্ক:সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী বলেছেন, ‘মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের মাটি ও মানুষের কল্যাণে প্রবাসীদের ভূমিকা অপরিসীম।প্রবাসীরা সমৃদ্ধ করেছেন সরকারের রাজস্ব খাতকে।

মাতৃভূমির টানে নিজেদের কষ্টার্জিত অর্থ দিয়ে অবহেলিত দরিদ্র মানুষের সেবা করে যাচ্ছেন প্রবাসীরা।

সরকারের পাশাপাশি বঞ্চিত মানুষের পাশে প্রবাসী ও বৃত্তবানদেরকে থাকতে হবে।তবে নিজেদের ভাগ্যের পরিবর্তন করতে পরিশ্রমের বিকল্প নেই।’

তিনি আরোও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সততা ও নিষ্ঠার সাথে দেশের সকল ক্ষেত্রে সমভাবে উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়িত হচ্ছে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের লক্ষ্যে আওয়ামী লীগের নেতৃত্বে দেশ উন্নয়নের মহাসড়কে রয়েছে।’

তিনি সোমবার বিকেলে সিলেটের বিশ্বনাথে প্রায় দেড় শতাধিক অবহেলিত-বঞ্চিত ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণে প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন।

বিশ্বনাথ এইড ইউকের উদ্যোগে ও বিশ্বনাথ প্রেসক্লাবের ব্যবস্থাপনায় রামসুন্দর অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ওই শীতবস্ত্র বিতরণ করা হয়।অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন প্রেসক্লাব সদস্য জামাল মিয়া ও স্বাগত বক্তব্য রাখেন সহ-সভাপতি তজম্মুল আলী রাজু।

বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপুর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক মো.আসাদুজ্জামান, সাবেক সাংগঠনিক সম্পাদক আমির আলী চেয়ারম্যান, বিশ্বনাথ এইড ইউকের সাধারণ সম্পাদক ও লন্ডন-বাংলা প্রেসক্লাবের সদস্য আবুল হাসনাত, সাবেক সাধারণ সম্পাদক ও লন্ডন-বাংলা প্রেসক্লাবের সদস্য আবদুল বাছিত রফি, বিশ্বনাথ এইড ইউকের লাইফ মেম্বার আবদুল কাদির, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন।বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, মিজানুর রহমান মিজান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশ সম্পাদক রুনু কান্ত দে, আওয়ামী লীগ নেতা আবদুল মতিন, আবদুর রুপ, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সিলেট বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শেখ কবিরুল ইসলাম, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ রফিক হাসান মেম্বার, উপজেলা কৃষক লীগেরসাধারণ সম্পাদক আবদুল হান্নান বদরুল, বিশ্বনাথ নতুন বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি শামম আহমদ, উপজেলা যুবলীগ নেতা আবদুল হক, গিয়াস উদ্দিন, তৈমুছ আলী, মনোহর হোসেন মুন্না, তাহির আলী বাবুল, ছালিক মিয়া, উপজেলা সেচ্ছাসেবক লীগ নেতা রফিক আলী, সিজিল মিয়া, বিশ্বনাথ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, সদস্যঅসিত রঞ্জন দেব, নূর উদ্দিন, আবুল কাশেম প্রমুখ।

Advertisement