ব্রিট বাংলা্ ডেস্ক :: বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী সংক্রামক ব্যাধি যক্ষ্মা নির্মূলে বিশ্ব সম্প্রদায়কে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন স্যার ফজলে হাসান আবেদ। একইসঙ্গে যক্ষ্মা নির্ণয়, প্রতিরোধ ও চিকিৎসায় নতুন নতুন উদ্ভাবনে গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন তিনি।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার জাতিসংঘের এক উচ্চপর্যায়ের বৈঠকে এ আহ্বান জানান ব্র্যাক চেয়ারপারসন।
ফজলে হাসান আবেদ বলেন, আর্থিক বরাদ্দ বাড়ানোর সঙ্গে সঙ্গে সেবা প্রদানে উদ্ভাবনী পদ্ধতির প্রয়োগের মধ্য দিয়ে নিশ্চিতভাবে একদিন পুরোপুরি যক্ষ্মা নির্মূল হবে। যক্ষ্মা তৃতীয় বিশ্বের রোগ বলেই এই রোগ নির্মূল পরিকল্পনায় প্রয়োজনীয় অর্থ বরাদ্দ হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।
সেবা প্রদানের ক্ষেত্রে উদ্ভাবনী মনোভাব থাকার গুরুত্ব উল্লেখ করে ব্র্যাক চেয়ারপারসন বলেন, বাংলাদেশে দীর্ঘমেয়াদী যক্ষ্মা চিকিৎসা সেবাকে উৎসাহিত করতে শুরু থেকেই কাজ করছে ব্র্যাক। আর এই সেবার আওতায় রয়েছে ১ কোটি দশ লাখ মানুষ। বছরে ১ লাখ ৬০ হাজার মানুষকে যক্ষ্মা নির্ণয় ও চিকিৎসা সেবা দিচ্ছে ব্র্যাক। এর মধ্যে শতকরা ৯৪ ভাগ রোগীই আরোগ্য লাভ করে বলেও জানান স্যার ফজলে হাসান আবেদ।