ব্রিটবাংলা রিপোৰ্ট:বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করে প্রবাস থেকে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে রূখে দাড়ানোর আহবান জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সেক্রেটারী কয়ছর এম আহমদ।
খালেদা জিয়ার গ্রেফতারের প্রতিবাদে ও দ্রুত মুক্তির দাবীতে সভা করেছে যুক্তরাজ্য বিএনপি কেন্ট শাখা। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।
রবিবার রাতে ওয়েস্টইউকহামের ইন্ডিয়ান ডিনার রেস্টুরেন্টে আয়োজিত সভায় যুক্তরাজ্যে বিএনপির বিভিন্ন শাখার নেতৃস্থানীয়রাও বক্তব্য রাখেন।
তারা বলেন দেশের এই ক্রান্তি কালে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বেগম জিয়াকে মুক্ত করতে আগামীতে ১৫ফেব্রুয়ারী মানব বন্ধন কর্মসূচী পালন করবে যুক্তরাজ্য বিএনপি।
এতে কেন্ট বিএনপিসহ সর্বস্তরের নেতাকর্মীদের অংশ নেওয়ার আহবান জানান। কেন্ট বিএনপির সেক্রেটারী রুহুল ইসলাম রুলুর পরিচালনায় এতে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সভাপতি ময়না মিয়া।
বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপি নেতা ডক্টর মুজিবুর রহমান, ফেরদৌস আলম, শামীম আহমদ, কেন্ট বিএনপি নেতা জগলু চৌধুরী, রুহুল ইসলাম দুদু, মেগদাদ খান, শাহীন চৌধুরী, আব্দুল মুকিত, আব্দুল মোশাহিদ, বাবুল আক্তার, আমিনুল হক জুনু, আফজাল খান সাজু, কামরুল ইসলাম, তপজু খান, বিনএপি নেতা মোস্তাক আহমেদ, হাজী সেলিম, গিয়াস উদ্দিন, আব্দুল শহীদ, মো: ছবুর চৌধুরী, মাকসুদ আলী জাকারিয়াসহ অন্যান্যরা।