লন্ডনে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় উলামাদের করণীয় শীর্ষক উলামা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

লন্ডনের রয়েল রিজেন্সি হলে শুক্রবার বিকেলে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় উলামায়ে কেরামের করণীয় শীর্ষক উলামা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সিনিয়র সহ সভাপতি, ইকরা টিভির ভাষ্যকার, জামেয়াতুল খায়ের আল ইসলামিয়ার মহাপরিচালক মুফতি আবদুল মুনতাকিম এর পরিচালনায়
প্রধান অতিথির আলোচনা পেশ করেন বিশ্ব বিখ্যাত ইসলামী স্কলার, মুফতিয়ে আ’যম, দারুল উলূম করাচীর মহাপরিচালক আল্লামা মুফতি রাফী উসমানী। বিশেষ অতিথি হিসেবে আলোচনা পেশ করেন দারুল উলূম করাচীর উস্তাযুল হাদীস মাওলানা মুফতি ডক্টর যুবায়ের উসমানী, ইকরা টিভি ও আল খায়ের ফাউন্ডেশনের চেয়ারপারসন ইমাম কাসিম রশিদ ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা ঈসা মনসূরী।


একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় উলামায়ে কেরামের করণীয় শীর্ষক উলামা ও সুধী সমাবেশে বাংলাদেশ ও বৃটেনের বিশিষ্ট উলামায়ে কেরাম অংশগ্রহণ করেন।
এর মধ্য উল্লেখ যুগ্য যারা উপস্থিত ছিলেন যথাত্রুমে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ সভাপতি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা মাওলানা জুনাইদ আল হাবিব, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন মাওলানা জুবাইর আহমদ আনসারী, ইস্ট লন্ডন মসজিদের ইমাম ও খতিব শায়খ আবদুল কাইয়োম, শায়খুল হাদীস মাওলানা আবদুর রহমান মনোহরপুরী, জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সভাপতি মাওলানা শুয়াইব আহমদ, অধ্যাপক মাওলানা আবদুল কাদির সালেহ, ইকরা টিভি ভাষ্যকার মাওলানা ফয়েজ আহমদ, মাওলানা সালেহ হামিদী, জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের কেন্দ্রীয় দায়িত্বশীল বৃনদ যথাত্রুমে সেক্রেটারী জেনারেল মাওলানা সৈয়দ তামিম আহমদ, ট্রেজারার হাফিজ হোসেন আহমদ বিশ্বনাথী, সাংগঠনিক সম্পাদক মাওলানা সৈয়দ নাইম আহমদ,সহকারী ট্রেজারার মুফতি মুতাহির, যুব বিষয়ক সম্পাদক মুফতি সৈয়দ রিয়াজ আহমদ, প্রশিক্ষন সম্পাদক হাফিজ হোসেন আহমদ, তাফসিরুল কোরআন সম্পাদক হাফিজ মাওলানা মুশতাক। বিজ্ঞপ্তি

Advertisement